দর্শনা কেরু কোম্পানী,আট শহীদের কবর,ডিসি ইকো পার্ক,নজরুল স্মৃতি বিজড়িত স্থান পরিদর্শন করলেন সাংস্কৃতি মন্ত্রি – আসাদুজ্জামান নুর
হাবিবুর রহমান,চুয়াডাঙ্গা : গনপ্রজাতšী¿ বাংলাদেশ সরকারের মাননীয় সাংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নুর এমপি দেশের ভারি ও ঐতিহ্যবাহি শিল্প প্রতিষ্ঠান চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা কেরু এ্যান্ড কোম্পানী,কার্পাসডাঙ্গার নজরুল স্মৃতি বিজড়িত স্থান, দামুড়হুদার নাটুদহের ৮ শহীদ বীর মুক্তি যোদ্ধার কবর ও শিবনগর ডিসি ইকোপার্ক পরিদর্শন করেছেন। মঙ্গলবার সকাল ১১ টার দিকে মন্ত্রী সকালে দর্শনা কেরুজ গেস্ট হাউজে আসার পর চুয়াডাঙ্গা ডিসি সায়মা ইউনুস,কেরু কোম্পানীর এম ডি,এ বি এম আরশাদ হোসেন, চুয়াডাঙ্গা পুলিশ সুপার রশীদুল হাসান ফুলেল শুভেচ্ছা জানান। পরে মাননীয় মন্ত্রী জেলার সরকারি কর্মকর্তাসহ চিনিকলের গেস্টহাউজে অন্যান্য কর্মকর্তাদের সাথে মতবিনিময়সভা করেন। বেলা পৌনে ১২ টার দিকে কবি নজরুল এর স্মৃতিবিজড়িত কার্পাসডাঙ্গা নজরুল এর ঐতিহ্যবাহি আটচালা ঘর,৭১ সালের ৫ আগস্ট ৮ শহীদ হওয়া বীর মুক্তি যোদ্ধার নাটুদহের ৮ কবর ও ডিসি ইকোপার্ক পরিদর্শন করেন। এ সময় বাংলাদেশ কৃষি সম্প্রসারন অধিদপ্তরের মহা পরিচালক হামিদুর রহমান দামুড়হুদা ইউ এন ও রফিকুল হাসান,জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম মালিক,কেরুজ এ ডি এম আকুল হোসেন,জি এম ( অর্থ) মোশারফ হোসেন সহ জেলার সাংস্কৃতিক কর্মিরা উপস্থিত ছিলেন।