ভ্রাম্যমান আদালতে ছয় মাসের জেল সান্তাহারে কেমিকেল পণ্যের নকল কারখানার সন্ধান

pic-25-10-16
আদমদীঘি প্রতিনিধি : সোমবার রাতে বগুড়ার সান্তাহার ফাঁড়ি পুলিশ শহরের সাহেবপাড়া ও পাথরকুটা মহল্লায় ছয় রকমের কেমিকেল পণ্য নকল করার কারখানার সন্ধান পেয়েছে। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ওই কারখানা মালিক হামিদুল ইসলাম মেজরকে ছয় মাসের কারাদন্ড প্রদান ও মঙ্গলবার দুপুরে বিপুল পরিমান নকল পণ্য ধ্বংশ করে দেওয়া হয়েছে। সিল করে দেওয়া হয়েছে সাহেবপাড়ায় অবৈধ ভাবে দখলে রাখা রেলওয়ে কোয়াটার। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন আদমদিঘি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রেজাউল করিম। এ সময় আদমদীঘি থানার অফিসার ইনচার্য শওকত কবির ও ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের বগুড়া অঞ্চলের সহকারি পরিচালক শরীফুল ইসলাম উপস্থিত ছিলেন।
জানা গেছে, শহরের পাথরকুটা মহল্লার মৃত ময়েজ উদ্দিনের ছেলে হামিদুল ইসলাম মেজর সাহেবপাড়ায় রেলওয়ের একটি দ্বিতল বাসার উপড়তলায় অবৈধভাবে বসবাসের পাশপাশি দীর্ঘ দিন ধরে দেশের সুনামধ্য একাধিক কোম্পানির ছয় রকম কেমিকেল পণ্য নকল করে বাজারজাত করে আসছিল। রেলওয়ে কোয়াটার ছাড়াও সে তার গ্রামের বাড়ি শহরের পাথরকুটা মহল্লায়ও কারখানা খুলে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে সান্তাহার পুলিশ ফাঁড়ির টিএসআই সিদ্ধার্থ সাহা এই অভিযান চালায়। এ সময় ট্রয়লেট ক্লিনার হারপিক এর আদলে ‘হারপিপ’, ভিম এর আদলে ‘ভিন’, ট্রাইলস ক্লিনার ভিক্সল, রংয়ের রং উজ্জল করার তারপিন এর আদলে ‘থিনার’ (যা শুধু কেরোসিন তেল), কার-মাইক্রো ক্লিনার শ্যাম্পু এবং গ্লাস ক্লিনার এর মত বিপুল পরিমান নকল পণ্য উদ্ধার ও জব্দ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *