বেনাপোলে অবৈধপথে ভারত বাংলাদেশ যাতায়াতের অভিযোগে আটক-৪৯
বেনাপোল : বেনাপোল গাতীপাড়া সীমান্ত থেকে অবৈধপথে ভারত – বাংলাদেশ যাতায়াতের অভিযোগে ৪৯ জন নারী পুরুষ ও শিশুকে আটক করেছে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। বৃহস্পতিবার রাত সাড়ে তিন টার সময় তাদের আটক করে।
২৬ বিজিবি বেনাপোল ক্যাম্পের কমান্ডার নায়েব সুদবেদার আব্দুল্লাহ হিল ওয়াফী জানান, গোপন সংবাদরে ভিত্তিতে রাত সাড়ে তিনটার সময় বেনাপোলের গাতিপাড়া সীমান্ত থেকে ৩০ জন পুরুষ ১১ জন নারী ও ৮ জন শিশুকে অবৈধ পারাপারের অভিযোগে আটক করা হয়। ভারত থেকে পাসপোর্ট বাদে ৪৮ জন বাংলাদেশী নারীপুরুষ দেশে ফিরার সময় এবং বাংলাদেশ থেকে ১ জন নারী ভারত যাওয়ার সময় আটক করা হয়। তবে এসময় কোন পাচারকারি দালালকে আটক করা যায়নি।
তিনি আরো জানান আটক নরাী পুরুষ ও শিশুদেও বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
আটককৃতদের বাড়ি নড়াইল, বাগেরহাট, খুলনা, বরিশাল, মাগুরা ও ফরিদপুর জেলার বিভিন্ন গ্রামে।
বেনাপোল পোর্ট থানার এ এসআই আশরাফ ঘটনার সত্যতা নিশ্চত কওে জানান আটককৃতদেও যশোর আদালতে পাঠানো হবে।