বাগাতিপাড়ায় দুঃস্থ নির্যাতিত মহিলাদের মধ্যে চেক প্রদান
বাগাতিপাড়া প্রতিনিধি : নাটোরের বাগাতিপাড়ায় নির্যাতিত দুঃস্থ মহিলাদের মধ্যে চেক প্রদান করা হয়। বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যেমে উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার ফরহাদ আহমদ ১৫ জন নির্যাতিত দুঃস্থ মহিলাদের মধ্যে চেক প্রদান করেন । উপেজেলার চকতকিনগর গ্রামের মেহেদী হাসানের স্ত্রী রুখসানা আরা, মাসুদ হাসানের স্ত্রী পারুলা বেগম, শফিক হাসানের স্ত্রী ফেরদৌসী বেগম, ফজলে হাসানের স্ত্রী শিলা বেগম, মুরাদ মোল্লার স্ত্রী খালেদা বেগম, জিল্লুর রহমানের স্ত্রী আফরোজা খাতুন, ফাইমা বেগম, বেগুনিয়া গ্রামের ফজলে রাব্বীর স্ত্রী সীমা বেগম, ফজলে হাবিবের স্ত্রী হাফিজা বেগম, ফজলে মাহমুদরে স্ত্রী নাদিরা সুলতানা, ফজলে মুকতাদিনের স্ত্রী মৌসুমী বেগম, শফিকুল ইসলামের স্ত্রী নাজমা বেগম, শহিদ এর স্ত্রী আমেনা বেগম, মাশাদুল এর স্ত্রী শিল্পী বেগম, আলাল এর স্ত্রী বিলকিছ বেগম সহ মোট ১৫ জন নির্যাতিত দুঃস্থ মহিলাদের মধ্যে মোট ৭৫ হাজার টাকা’র চেক প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন, থানা আওয়ামীলীগের সেক্রেটারী সেকেন্দার রহমান, জাতীয় পার্টির থানা সভাপতি শমশের আলী, উপজেলা সহকারী শিক্ষা অফিসার (অবঃ) আব্দুল মতিন প্রমুখ।