বিষখালি নদীতেইলিশ শিকারের দায়ে ছাত্রলীগ ও ছাত্রদলের ৬ নেতাকর্মীর ১ বছরের কারাদন্ড
এস.এম. সাথী ইসলাম, পিরোজপুর অফিস : বিষখালি নদীতে প্রজনন মৌসুমে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে ৩ ছাত্রলীগ নেতাকর্মী ও এক ছাত্রদল কর্মীসহ ৬ জনকে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলা নির্বাহি ম্যাজিষ্ট্রেট ভারপ্রাপ্ত ইউএনও শাহ মোঃ রফিকুল ইসলাম এ রায় দেন। দন্ডপ্রাপ্তরা হল- উপজেলার পূর্ব বাদুরতলা গ্রামের সোহরাব হোসেনের ছেলে মঠবাড়ি ইউনিয়ন ছাত্রলীগ সেক্রেটারি স্বপন মল্লিক (২৬), হযরত আলীর ছেলে মঠবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক (২৭), হারুন অর রশিদের ছেলে ছাত্রলীগ কর্মী আরাফাত (২০),
জাকির হোসেনের ছেলে ছাত্রদল কর্মী রিমন হোসেন (২০), আ’লীগ কর্মী হাসেম খানের ছেলে ব্যবসায়ী জুলহাস খান (২৫) ও পূর্ব বাদুরতলা গ্রামের ইয়াকুব আলী ছেলের জুয়েল হাওলাদার (২২)। পুলিশ ও মৎস্য অফিস সূত্র জানায়, রোববার গভীর রাতে উপজেলার পূর্ব বাদুরতলা এলাকার বিষখালি নদীতে ইউএনও’র নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের অভিযান চালায় মৎস্য বিভাগ। কারেন্ট জাল দিয়ে ইলিশ শিকারের সময় তাদের আটক করে পুলিশ। এ সময় ১ হাজার মিটার কারেন্ট জালও জব্দ করা হয়।