বেনাপোল সীমান্তে পাচারের উদ্দেশ্য আনা ৬৬৯ পিছ ছাগলের চমড়া উদ্ধার
বেনাপোল প্রতিনিধি:বেনাপোল সীমান্ত এলাকা থেকে ভারতে পাচারের উদ্ধেশ্য আনা ৬৬৯ পিছ (১০ বস্তা) ছাগলের চামড়া পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করেছে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার বেলা দেড় ঘটিকার সময় এ চামড়া উদ্ধার করে।
২৬ বিজিবি বেনাপোল ক্যাম্পের সুবেদার আব্দুল্লা হিল ওয়াফী জানান, গোপন সংবাদে জানা যায় বেনাপোলের দুর্গাপুর রোডের নবদিগন্ত স্কুলের পিছনে বিপুল পরিমান চামড়া ভারতে পাচারের উদ্দেশ্য স্তুপ করে রাখা হয়েছে। তাৎক্ষনিক সেখানে অভিযান চালিয়ে ১০ বস্তা চামড়া উদ্ধার করা হয়। এবং পাচারকারিরা বিজিবির উপস্থিতী বুঝতে পেরে সেখান থেকে সটকে পড়ে। পরে চামড়াগুলো ক্যাম্পে এনে খুলে গননা করা হলে ৬৬৯ পিছ চামড়া পাওয়া যায়। তিনি আরো জানান, উদ্ধারকৃত চামড়া বেনাপোল কাষ্টমস অফিসে জমা করা হবে।
বেনাপোল এলাকার একটি সুত্র জানায়, কোরবানির পশুর চামড়া এ ভাবে প্রায় এ পথে পাচার হয়ে থাকে। বিজিবি কোরবানির পর মাত্র একটি চালান আটক করতে পেরেছে।