ইসলামপুরে শিক্ষকদের হতদরিদ্র ডিলারশীপ বাতিল, গোয়ালেরচর ও পাথর্শী ইউনিয়নে চাল বিতরণ শুরু

islampur-rice-news-pic-15-10-16
ওসমান হারুনী,জামালপুর প্রতিনিধি : জেলার ইসলামপুর উপজেলার গোয়ালেরচর ও পাথর্শী ইউনিয়নের সেপ্টেম্বর মাসের ১০ টাকা কেজিতে চাল গত শুক্রবার থেকে বিতরণ শুরু করা হয়েছে। জানা যায়,জেলার ইসলামপুর উপজেলায় হতদরিদ্রদের রেশন কার্ড তৈরীতে অনিয়মের অভিযোগে গোয়ালেরচর পাথর্শীসহ কয়েকটি ইউনিয়নের সেপ্টেম্বর মাসের ১০টাকা কেজি চাল বিতরণ স্থগিত করে উপজেলা প্রশাসন। দীর্ঘ ১৫/১৬ দিন ধরে উপজেলা প্রশাসন ও খাদ্য নিয়ন্ত্রক অফিস ওই দুই ইউনিয়ন সহ অন্যান্য ইউনিয়নের হতদরিদ্র তালিকা পূর্ণ যাছাই-বাছাই করে অবশেষে সেপ্টেম্বর মাসের ১০ টাকা কেজির চাল বিতরণ শুরু করেছে। গতকাল ইসলামপুর গোয়ালেরচর ও পাথর্শী ইউনিয়নের ১০টাকা কেজি চাল বিতরণ বিভিন্ন ডিলারদের দোকানে গিয়ে দেখা গেছে কার্ডধারী ক্রেতাদের উপচে পড়া ভীর। ওই দুই ইউনিয়নের হতদরিদ্র কার্ডধারী সুভিধাভোগীদের মাঝে একটু দেরিতে হলেও ডিলাররা সুষ্টভাবে ডিজিটাল মিটার (বাটখারা) দিয়ে ৩০ কেজি করে চাল বিতরণ করছে।
এছাড়াও তথ্য গোপন করে ১০টাকা কেজি চালের ইসলামপুরে শিক্ষকরাও শিক্ষকতা পাশা পাশি ডিলারশীপ হওয়ার অনিয়মের খবর অনলাইনসহ বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশ হওয়ায় বিষয়টি জেলা ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের নজরে আসায় অবশেষে ইসলামপুরে শিক্ষকদের ডিলারশীপ বাতিল করা হচ্ছে। শনিবার উপজেলা খাদ্য পরিদর্শক বেলাল হোসেন জানান,ইতোমধ্যে নোয়ার পাড়া ইউনিয়নের একতাবাজারের ডিলার কাজলা খলিলুর রহমান উচ্চ বিদ্যালয়ের শিক্ষক এস.এম আছাদুল্লাহ ও উলিয়া বাজারের ডিলার সোনামুখি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুর রহমান,সাপধরীর ইউনিয়নের উলিয়া বাজারের ডিলার সাপধরী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক খায়রুল মমিনের ডিলার শীপ বাতিল করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *