বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত থেকে দেশে ফিরলো ১০ বাংলাদেশী নারী
পাচারকারীদের প্রলোভনে পড়ে ‘ভালো’ কাজের সন্ধানে অবৈধ পথে ভারতে গিয়ে আটক হওয়ার পাঁচ বছর পর দেশে ফিরলো বাংলাদেশি ১০ নারী।তারা ভারতের মহারাষ্ট্রের‘নবজীবন’ নামের একটি এনজিওর হেফাজতে ছিলেন।
শনিবার সন্ধ্যায় বেনাপোল চেকপোস্ট দিয়ে ট্রাভেল পারমিটের মাধ্যমে তারা দেশে ফেরেন। বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
ফেরত আসা যুবতীরা হলো নড়াইল জেলার সাথী খাতুন (২৫) একই জেলার পিয়ারী বেগম (২৯), খুলনা জেলার নাসরিন সুলতানা (২৬), গাইবান্ধা জেলার ফরিদা খাতুন (৩০), ব্রাম্মনবাড়িয়ার শিলা খাতুন (২৭), রাজশাহি জেলার আশা আক্তার (৩৪), খুলনা জেলার শিউলি খাতুন (৩২), খাদিজা খাতুন (৩১) যশোরের রেশমা বেগম ও (২৩) নারানগঞ্জের মল্লিকা বেগম (৩৪) ।
বাংলাদেশ জাষ্টিস এন্ড কেয়ার-এর প্রোগ্রাম ম্যানেজার আনাস বলেন, বেনাপোল পোর্ট থানায় রিপোর্ট করার পর ফেরত আসা নারীদের শেল্টার হোমে রাখা হবে। পরবর্তীতে এক সপ্তাহের মধ্যে প্রত্যেকের নিজ নিজ ঠিকানায় পৌঁছে দেওয়া হবে।