মোড়েলগঞ্জে দু’টি বহুমুখী সাইক্লোন শেল্টারের উদ্বোধন করলেন -এমপি-ডা. মোজাম্মেল
এম.পলাশ শরীফ,মোড়েলগঞ্জ: ডিজিটাল পদ্ধতিতে বাগেরহাটের মোড়েলগঞ্জে দুটি বহুমুখী ঘূর্ণিঝঁড় আশ্রয়কেন্দ্রর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর পক্ষে সমাজকল্যান মন্ত্রনালয় সম্পর্কীত স্থায়ী কমিটির সভাপতি বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য ডা. মোজাম্মেল হোসেন বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় এর উদ্বোধন করেন। মোড়েলগঞ্জের কচুবুনিয়া গ্রামে ডা. মোজাম্মেল হোসেন কৃষি প্রযুক্তি ইন্সষ্টিটিউট বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রটি উাদ্বাধনী অনুষ্ঠানে সংসদ সদস্য প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া চিংড়াখালী মাধ্যমিক বিদ্যালয় বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রটি উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাড. শাহ্-ই-আলম বাচ্চু।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ওবায়দুর রহমান, সহকারি কমিশনার(ভূমি) মো. নাজমুল হুদা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. নাসির উদ্দিন, চেয়ারম্যান মিজানুর রহমান বাবুল, রেজাউল করিম নান্না, অধ্যক্ষ এ.এম শহীদ হোসেন, আ. লীগ নেতা মহিদ হোসেন স্বপন এসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয় সাড়ে ৪ কোটি টাকা ব্যায়ে এই আশ্রয়কেন্দ্র দুটি নির্মান করেছে।