নাটোর জেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষা অফিসার ফাইজুল ইসলাম

fizul_upozila_education_oficer_pic-11-10-16
আব্দুল মজিদ, নাটোর :জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০১৬ উপলক্ষে নাটোর জেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষা অফিসার মনোনিত হয়েছেন বাগাতিপাড়া উপজেলা সহকারী শিক্ষা অফিসার ফাইজুল ইসলাম। প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে বিশেষ ভূমিকা, শিক্ষার্থী ঝরেপড়া রোধ, শিক্ষকদের বিদ্যালয়ে আগমন ও প্রস্থানে বিশেষ নজরদারী এবং অফিসিয়্যাল কার্যক্রমকে সম্পূর্ন শিক্ষক বান্ধব করা, শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতকরা এবং মানসম্মত প্রাথমিক শিক্ষানিশ্চিত করার আপ্রাণ চেষ্টা’র জন্য তাকে নাটোর জেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষা অফিসার মনোনিত করা হয়েছে বলে জানা যায়। শিক্ষা অফিসার মোঃ ফাইজুল ইসলাম নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার বনপাড়া মহল্লায় ১৯৭৬ সালে জন্ম গ্রহন করেন। তাঁর পিতার নাম মৃত ছাইদুল ইসলাম। ১৯৮৭ সালে বাগাতিপড়া উপজেলার পেড়াবাড়ীয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে তিনি পঞ্চম শ্রেনী পাশ করেন। ভুগোল ও পরিবেশ বিদ্যায় ¯œাতোত্তর পাশ করার পরচাকুরীরত অবস্থায় সর্ব শেষ ২০১৪ সালে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে এম.এড প্রথম বিভাগে পাশ করেন। ফাইজুল ইসলাম ২০০৬ সালে প্রথম দিনাজপুর বিরল উপজেলায় সহকারী শিক্ষা অফিসার হিসাবে চাকুরীতে প্রথম যোগদান করেন। বর্তমানে তিনি বাগাতিপাড়া উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) হিসাবে কর্মরত আছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *