গোপালপুরে বিনামূল্যে ৭টি এ্যাম্বুলেন্স বিতরণ
এ কিউ রাসেল :‘শেখ হাসিনার অবদান, কমিউনিটি ক্লিনিক বাঁচায় প্রাণ’ প্রতিপাদ্যে গ্রামের দরিদ্র জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করণের লক্ষে টাঙ্গাইলের গোপালপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল মঙ্গলবার উপজেলা ৭টি ইউনিয়নে বিনামূল্যে একটি করে ব্যাটারি চালিত এ্যাম্বুলেন্স বিতরণ করা হয়।
এলজিএসপি-২’র অর্থায়নের উপজেলা নির্বাহী অফিসার মো. মাসূমুর রহামানের পরিকল্পনায় গতকাল মঙ্গলবার দুপুরে প্রধান অতিথি হিসেবে বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের হাতে ব্যাটারি চালিত এসব এ্যাম্বুলেন্স চাবি জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো. মাসসূমুর রহমান, উপজেলা চেয়ারম্যান মো. ইউনুছ ইসলাম তালুকদার ঠা-ু, সহকারি কমিশনার (ভূমি) মো. মাকছুদুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান মো. আবদুল লতিফ সিটি, ভাইস চেয়ারম্যান (মহিলা) মরিয়ম আক্তার মুক্তা, গোপালপুর থানার ওসি আবদুল জলিল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মির্জাপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. হালিমুুজ্জামান তালুকদার, হেমনগর ইউনিয়নের চেয়ারম্যান রওশন খান আইয়ুব, আলমনগর ইউনিয়নের চেয়ারম্যান আবদুল মোমেন, ধোপাকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবদুল হাই, নগদাশিমলা ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম জুরাত, হাদিরা ইউনিয়নের চেয়ারম্যান মো. আবুল কাশেম, ঝাওয়াাইলের চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক জয়নাল আবেদিন প্রমুখ।