সুশাসন ও জবাবদিহীতামূলক ২দিন ব্যপী প্রশিক্ষণ।

b
কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি: নেটস বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় পল্লীশ্রী সিভিল সোসাইটি অর্গানাইজেসন্স স্ট্রেংদেন ডেমোক্রাটিক গভার্ণেন্স প্রকল্পটি বাস্তবায়ন করছে। প্রকল্পটি দিনাজপুর জেলার কাহারোল ও বিরল উপজেলার মোট ৮টি ইউনিয়নে কার্যক্রম গত জানুয়ারী ২০১৬ ইং থেকে চলমান আছে। সমাজের সুবিধাবঞ্চিত, পিছিয়ে পড়া ও অসহায় জনগোষ্ঠির দক্ষতা বৃদ্ধি ও ক্ষমতায়নের জদ্দেশ্যে কাজ করছে। সিএসও সদস্যদের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধিও জন্য গত ২৪ সেপ্টেম্বও থেকে ৩ অক্টোবর ২০১৬ ইং তারিখ পর্যন্ত মোট ১৪ টি ব্যচে ২৮৪ জন সিএসও সদস্যদেরকে পল্লীশ্রী, -বিরল ইউনিট ও কাহারোল ইউনিটে সুশাসন ও জবাবদিহীতা এবং অংশগ্রহণমূলক পরিকল্পনা- বিষয়ক (২দিন ব্যাপী) প্রশিক্ষণের আয়োজন করা হয়। এতে বিরল ও কাহারোল উপজেলার সিএসও সদস্য অংশ গ্রহণ করে। প্রশিক্ষণগুলো সঞ্চালনা করেন মোঃ কামরুজ্জামান ও সামসুন্নাহার। এছাড়াও মতলুবর রহমান, বিলকিস, রোকুনুজ্জামান, সন্ধ্যা ও তহমিনা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *