নড়াইলে পুলিশ নিয়োগে কাউকে টাকা দিয়েন না, চাকরী হয় কিনা দেখেন? —————— পুলিশ সুপার রকিবুল ইসলাম
কাজী আশরাফ, লোহাগড়া(নড়াইল)প্রতিনিধি : নড়াইলে পুলিশ নিয়োগে কোন দালাল ও টাউটদের কপ্পরে পড়বেন না, কাউকে টাকা দিয়েন না, একবার পরীক্ষা করেই দেখেননা বিনা টাকায় চাকরী হয় কি না? আমি আপনাদের কথা দিয়ে গেলাম। পাশের লোকের কথায় কান দিয়েন না। গ্রামগঞ্জে সব নাগরিকদের জানিয়ে দেন এবার ২৮ সেপ্টেম্বর নিয়োগ যোগ্যতা ভিত্তিতেই হবে। আসুন সকলে মিলে জাঙ্গিবাদ, সন্ত্রাস, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে একসাথে মিলে কাজ করি। বুধবার ( ২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় লোহাগড়া থানার নতুন ভবন মিলনায়তনে মতবিনিময় সভার প্রধান অতিথি নড়াইল জেলা পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম সাধারণ নাগরিকদের উদ্দেশ্যে এসব কথা বলেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ফকির মফিজুল হক, জেলা কমিউনিটি পুলিশিং’র সদস্য সচিব ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক কাজী হাফিজুর রহমান, লক্ষীপাশা ইউপি চেয়ারম্যান কাজী বনি আমিন, জেলা কমিউনিটি পুলিশিং’র সদস্য সরদার আব্দুল হাই প্রমুখ। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নাজমুল হাসান টগর, হিমায়েত হোসেন হিমু, পৌরকাউন্সিলর, সাবংবাদিক, শিক্ষক ও গ্রাম পুলিশ।
জেলা পুলিশ প্রশাসন ও জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির উদ্যোগে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম।