ছাতকে অপহরণের দেড় মাসেও উদ্ধার হয়নি স্কুল ছাত্রী সুজিয়া

chatak-suziya-begom
নাজমুল ইসলাম, ছাতক (সুনামগঞ্জ) : সুনামগঞ্জের ছাতকে অষ্টম শ্রেণীর ছাত্রী সঙ্গীত শিল্পী সুজিয়া বেগম অপহরণের প্রায় দেড় মাসেও উদ্ধার হয়নি। ফলে চরম হতাশায় ভোগছেন পিতা, মাতা ও স্বজনরা। জানা যায়, উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের বুড়াইরগাঁও গ্রামের বিশিষ্ট সঙ্গীত শিল্পী চন্দন মিয়ার মেয়ে সিলেট বেতারের শিশু শিল্পী সুজিয়া বেগম (১৪) কে গত ১০আগষ্ট স্কুলে যাবার পথে অপহরণ করা হয়। সে এবারে স্থানীয় আলহাজ আয়াজুর রহমান উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী। তার বাবা চন্দনও রেহেনা বেগম সিলেট বেতারের নিয়মিত সঙ্গীত শিল্পী হওয়ায় তাদের বুড়াইরগাঁওস্থ বাসায় প্রায়ই সঙ্গীতের আসর বসে। এ সূযোগে ছৈলা-আফজালাবাদ ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামের তেরাই মিয়ার পুত্র নূরুল হক (৪৫) ও তার সহযোগি শ্যামনগর গ্রামের মৃত রইছ আলীর পুত্র আফরোজ (৫০) ঘটনার দিন সকালে বাসায় আসে। যাবার পথে তাদের সিএনজি গাড়িতে করে সুজিয়া বেগমকে স্কুলে পৌছে দেয়ার কথা বলে তাকে অপহরণ করে নিয়ে যায়। এব্যাপারে তার পিতা চন্দন মিয়া বাদি হয়ে ছাতক থানায় একটি অপহরণ মামলা (নং ২৬, তাং ২৫.০৯.২০১৬ইং) দায়ের করেন। কিন্তু মামলা দায়েরের পরও পুলিশ আসামী গ্রেফতার করতে পারছেনা। ছাতক অফিসার্স ইনচার্জ আশেক সুজা মামুন জানান, আসামী গ্রেফতারের জোর তৎপরতা চলছে। তবে বিষয়টি প্রেমঘটিত বলে তিনি ধারণা করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *