মোল্লাহাটে ব্যস্ততম মহা-সড়কে হাতির সাহায্যে চাদাবাজী !
মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি : খুলনা-মাওয়া ব্যস্ততম মহ-সড়কের মোল্লাহাট উপজেলাধীন কাহালপুর নামক স্থানে বিশাল এক হাতি দিয়ে চার চাকার সকল ধরনের যান/গাড়ী ঠেকিয়ে চাদাবাজী করেছে মাহুত/হাতির রাখাল। গতকাল সোমবার ১২.১৫টার দিকে উক্ত চাদাবাজীর ঘটনায় কাহালপুর বাশার মোল্লার ঘাট নামক মহা-সড়কে যান-জট সৃষ্টি হয়। ওই সময় প্রেস ক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমানসহ এক দল সাংবাদিক চলার পথে চাদাবাজীর বিষয়টি দেখে ছবি তোলেন এবং ব্যস্ততম সড়কে এ ধরনের চাদাবাজী না করার জন্য মাহুতকে অনুরোধ করেন। এমতাবস্থায় কিছু যুবক মাহুতের ওপর চড়াও হয়ে গালি-গালাজ করতে থাকে। মাহুত ওই সকল যুবকদের গুরুত্ব না দিয়ে হাতিকে ক্ষেপিয়ে দিয়ে বিশাল গর্জন করিয়ে ও সড়কের মাঝে দাড়িয়ে আবার চাদাবাজী শুরু করে। পরে উপস্থিত সাংবাদিক গণ যুবকদেরও অনুরোধ করে কোনরূপ সংঘর্ষে না জড়াতে। পরবর্তীতে আবারও মাহুতকে অনুরোধ করলে চাদাবাজী বন্ধ করে চলে যায়। তবে, মাহুত ক্ষুব্ধ হওয়ায় নিজের বা হাতির কোন পরিচয় না দিয়ে স্থান ত্যাগ করে। সাংবাদিকরাও ব্যস্ততার কারণে তার পিছু না নিয়ে/সময় না দিয়ে চলে যায়।
উল্লেখ্য, ব্যস্ততম মহ-সড়কে আকষ্মিক গাড়ী ঠেকিয়ে এধরনের চাদাবাজী যতটা বিরক্তির তার চেয়ে বেশী ঝুকিপূর্ণ। তাই দেশের সকল মাহুত/হাতির মালিক যেন চাদাবাজী না করে, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন গাড়ী চালক ও যাত্রী।