মোড়েলগঞ্জ আ.লীগের দু’গ্রুপ সাত বছর পর ঐক্যবদ্ধ
এস.এম. সাইফুল ইসলাম কবির : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করতে গিয়ে মোড়েলগঞ্জ আওয়ামী লীগের দুটি গ্রুপের ( স্থানীয় সংসদ সদস্য ডা. মোজাম্মেল হেসেন ও পৌর সভার মেয়র মনিরুল হক তালুকদার) বহু দিনের দ্বন্দ্বের অবসান হয়েছে। দ্বিধা বিভক্ত আওয়ামী লীগের নেতারা সোমবার পাশাপাশি বসে এক মঞ্চে সভা করেছেন। এতে স্থানীয় আওয়ামী লীগ নেতা কর্মীদের মাঝে নতুন আশার সঞ্চার হয়েছে।গ্রুপিংয়ের কারণে গত সাতটি বছর দুটি গ্রুপ আলাদাভাবে দলীয় কর্মসূচি পালন করেছে। শোক দিবসে ঐক্যবদ্ধ হয়ে দলীয় কর্মসূচি পালনের মধ্য দিয়ে সবকিছুর অবসান হয়েছে। এতে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা বেশ খুশি।
স্থানীয় সূত্রে জানা যায়, দ্বিধা বিভক্ত আওয়ামী লীগের দুই গ্রুপকে একমঞ্চে আনতে স্থানীয় যুবলীগ নেতারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট তাজিনুর রহমান পলাশ বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার বিকল্প নেই – এই সত্যকে অনুধাবন করেই দলের সিনিয়র নেতারা এই সিদ্ধান্ত নিয়েছেন। তাদের এই সিদ্ধান্তে আমরা আজ উজ্জীবিত।
এদিকে দিবসটি উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ শোক র্যালি, আলোচনা সভা, গণভোজ ও দোয়া মাহফিলের আয়োজন করে। বেলা ১১টায় কাপুড়িয়া পট্টিতে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক প্রতিমন্ত্রী ও বর্তমান সংসদ সদস্য ডা. মোজাম্মেল হোসেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আমিরুল আলম মিলন। এসময় অন্যান্যের মধ্যে আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক মিজানুর রহমান জনি, জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট আলী আকবর, উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট শাহ্-ই-আলম বাচ্চু, মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলী খান, পৌরসভা মেয়র মনিরুল হক তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন।সাত বছর পর ঐক্যবদ্ধ মোড়েলগঞ্জ আ.লীগের দু’গ্রুপ