রাজবাড়ী জেলার গোয়ালন্দে উপজেলা ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে আওয়ামী লীগ কার্যালয়ে সাংবাদিক সম্মেলন
শেখ মোঃ বিল্লাল হোসেন, রাজবাড়ী : গোয়ালন্দ উপজেলা ভাইস চেয়ারম্যান ও সদ্য বহিস্কৃত পৌর আওয়ামী লীগের সভাপতি গোলাম মাহবুব রব্বানীর বিরুদ্ধে উপজেলা আওয়ামীলীগ মঙ্গলবার সকালে দলীয় কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করেছে। রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব কাজী কেরামত আলী, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এবিএম নুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব নুরুজ্জামান মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারান সম্পাদক ও দৌলতদিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম মন্ডল উপজেলা ছাত্রলীগের সভাপতি এম এ বাতেন, উপজেলা যুব লীগের সাধারন সম্পাদক মোঃ নজরুল ইসলাম মন্ডল সহ বিভিন্ন স্তরের নেতা কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।
উপজেলা আওয়ামী লীগ এর সাধারন সম্পাদক ও দৌলতদিয়া ইউনিয়নের চেয়ারম্যান নূর ইসলাম মন্ডল এর বিরুদ্ধে সম্প্রতি গোলাম মাহবুব রব্বানী মিথ্যা তথ্য দিয়ে মানহানীকর সংবাদ প্রকাশ করে এবং আওয়ামী লীগের সরকারের সুনাম ক্ষুন্ন করে। এ ঘটনার পর উপজেলা আওয়ামী লীগএর মধ্যে দলীয় পর্যায়ে চরম ক্ষোভ ও অসোন্তষ দেখা দেয়। উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক মোঃ নজরুল ইসলাম মন্ডল অবিলম্বে বিভিন্ন অপরাধ ও ঘটনার নায়ক এবং দল থেকে বহিস্কৃত গোলাম মোঃ মাহবুব রাব্বানীর গ্রেফতারের দাবী জানান। দলীয় সূত্রে জানা যায়, মদ পান করে গভীর রাতে গোলাম মাহবুব যুবতীর ঘরে প্রবেশ করে অপহরন করার চেষ্টা চালায়, গোয়ালন্দ পৌর নির্বাচনে দলী প্রার্থীর বিপক্ষে প্রচার প্রচারনায় অংশ নিয়ে আওয়ামী সমর্থীত প্রার্থীর পরাজয়ে সচেষ্ট থাকেন, উপজেলা পরিষদের প্রতিবন্ধী গাড়ীর ড্রাইভার ও গোয়ালন্দ হাসপাতালের কর্তব্যরত সেবক সেবিকাকে মারপিট করার অভিযোগ পাওয়া যায়। এ ঘটনার পর মাহবুবের স্ত্রী গোয়ালন্দ পৌর সভার কমিশনার আফরোজা রাব্বানীকে দিয়ে মিথ্যা মামলা দায়ের করায় এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদকের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক আতিকুর রহমান সেন্টু।