লোহাগড়ায় পৃথক পৃথক কর্মসূচীর মাধ্যমে ১৫ আগষ্ট পালিত

Lohagara 01 pic
কাজী আশরাফ,লোহাগড়া(নড়াইল) : নড়াইলের লোহাগড়ায় পৃথক পৃথক কর্মসূচীর মাধ্যমে ১৫ আগষ্ট পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (১৫ আগষ্ট) সকালে আ‘লীগের বিবাদমান দু‘টি গ্র“প পৃথক কর্মসূচীর আয়োজন করে। কর্মসূচীর মধ্যে ছিল বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, শোক র‌্যালী, আলোচনা সভা ও গণভোজ।
সকাল সাড়ে ৮ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে এবং আ’লীগ ও সকল অঙ্গ সংগঠনের উদ্যোগে উপজেলা পরিষদের চত্তর থেকে একটি শোক র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তিযোদ্ধা সংসদ ভবনে গিয়ে শেষ হয়। দুপুর ১২ টায় লোহাগড়া পাইলট উচ্চ বিদ্যালয়ের উন্মুক্ত মঞ্চে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ফকির মফিজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আ‘লীগের সাবেক সভাপতি এ্যাডভোকেট দৌলত আহম্মদ খাঁন, উপজেলা আ‘লীগের সাধারন সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সৈয়দ ফয়জুল আমির লিটু, আ‘লীগ নেতা এসএম আসিফুর রহমান বাপ্পী,উপজেলা যুবলীগের সভাপতি ও নবনির্বাচিত পৌর মেয়র আশরাফুল আলম, কাশিপুর ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান, জয়পুর ইউপি চেয়ারম্যান মোঃ আক্তার হোসেন, মল্লিকপুর ইউপি চেয়ারম্যান শিকদার মোস্তফা কামাল, লাহুড়িয়া ইউপি চেয়ারম্যান দাউদ হোসেন, লোহাগড়া ইউপি চেয়ারম্যান শিকদার নজরুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন,ছাত্রলীগ নেতা রোমান রায়হান প্রমুখ। স্মরণ সভা শেষে গণ ভোজের আয়োজন করা হয়।
অপরদিকে, বেলা সাড়ে ১২ টায় উপজেলা আ’লীগ ও পৌর আ’লীগের উদ্যোগে জয়পুর পরশমনি মহাশ্বশান চত্বরে পৌর আ‘লীগের সভাপতি ও লক্ষীপাশা ইউপি চেয়ারম্যান কাজী বনি আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তব্য রাখেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য শেখ হাফিজুর রহমান, উপজেলা আ,লীগের সভাপতি শিকদার আঃ হান্নান রুনু, সৈয়দ মশিয়ুর রহমান, আজাদ শিকদার, মন্সি আলাউদ্দিন, জাকির হোসেন, বুলবুল শিকদার সেলিম, জোসেফ হোসেন, আ‘লীগ নেত্রী লিপি খানম ও আ’লীগ নেতা আঃ হাই প্রমুখ।গণভোজের মাধ্যমে কমুসূচী শেষ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *