মোল্লাহাটে ব্যাপক কর্মসূচীতে জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী পালিত

154
মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি : মোল্লাহাটে উপজেলা প্রশাসন, আ’লীগ, শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তি উদ্যোগে ব্যাপক কর্মসূচীতে জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে।
দিবসটি পালনের শুরুতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা ও কালো ব্যচ পরিধান করা হয়। পরে সকাল ৯.৩০ টায় জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, সকাল ১০টায় বিশাল এক শোক র‌্যালি উপজেলার গুরত্বপূর্ণ সড়ক গুলো প্রদক্ষিণ করে শুরুর স্থল উপজেলা পরিষদ চত্বরে ফিরে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। এছাড়া শিক্ষার্থীদের মাঝে কুইজ ও চিত্রাংকন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ শামীম হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সকল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-উপজেলা চেয়ারম্যান মোঃ শাহীনুল আলম ছানা, বিশেষ অতিথি ছিলেন-উপজেলা ভূমি সহকারী কমিশনার মোসাঃ তাসলিমা আলী, উপজেলা আ’লীগ সভাপতি কালিপদ বিশ্বাস, থানা অফিসার ইনচার্জ আবুসাঈদ মোঃ খায়রুল আনাম ও উপজেলা কৃষি অফিসার কাজী জাহাঙ্গীর হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন ও বক্তব্যদেন-ইউপি চেয়ারম্যান হায়দার মামুন ও মোঃ তানজিল মুন্সি, উপজেলা যুবলীগ আহবায়ক মোঃ সেলিম রেজা, আ’লীগ নেতা-মোঃ হায়দার মোল্লা, ছাত্রলীগ সভাপতি-রেজওয়ান চৌধূরী, উপাধ্যক্ষ এল জাকির হোসেন, মুক্তিযোদ্ধা কমান্ডার মোস্তাফিজুর রহমান, প্রেস ক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক-এম এম মফিজুর রহমান, যুব উন্নয়ন অফিসার মোঃ মিজানুর রহমান, প্রেস ক্লাব মোল্লাহাটের সহ-সভাপতি মোঃ আমির আলী, সাংবাদিক মোঃ জেহাদ সিকদার ও মোঃ মনিরুজ্জামান মোল্লাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতা, শিক্ষক/শিক্ষার্থী ও সূধী বৃন্দ প্রমূূখ।
এছাড়া কাহালপুর ডাঃ মনসুর আহমেদ মাধ্যমিক বিদ্যালয় এবং দারিয়ালা মাধ্যমিক বিদ্যালয়ে জাতীর পিতার শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালনে চিত্রাংকন প্রতিযোগীতা, আলোচনা ও দোয়াসহ বিভিন্ন কর্মসূচী পালিত হওয়ার খবর পাওয়া গেছে।
কুলিয়া গ্রামে প্রেস ক্লাব মোল্লাহাটের সহ-সভাপতি এ্যাডঃ এস এম জামিরুল হক মিন্টুর ব্যক্তি উদ্যোগে তার নীজ বাড়ীতে বঙ্গবন্ধুর আতœার মাগফেরাত কামনায় দোয়া ও খাবার বিতরণ করা হয়।
ভান্ডারখোলা গ্রামে আ’লীগ নেতা মোঃ ফরিদ উদ্দিন মোল্লা ও মেম্বার অলির উদ্যোগে দোয়া ও খাবার বিতরণ করা হয়।
এছাড়া সকল ইউপি ও ওয়ার্ড পর্যায়ে আ’লীগ ও ব্যক্তি উদ্যোগে দোয়া ও খাবার বিতরণসহ বিভিন্ন অনুষ্ঠান করার খবর পাওয়া গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *