ভিডিও কনফারেন্সের মাধ্যমে গোপালপুরে ৫ শিক্ষা প্রতিষ্ঠানে শেখ রাসেল ডিজিট্যাল ল্যাব উদ্বোধন
এ কিউ রাসেল, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : সারাদেশে শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ও ভাষা প্রশিক্ষণ ল্যাব স্থাপন প্রকল্পের আওতায় শিক্ষা প্রতিষ্ঠানে স্থাপিত শেখ রাসেল ডিজিটাল ল্যাবের ভিডিও কনফারেন্স এর মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেন এরই ধারাবাহিকতায় ১৩ আগস্ট শনিবার দুপুরে এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে গোপালপুর উপজেলার ৫টি উচ্চ বিদ্যালয়ে শেখ রাসেল ডিজিটাল ল্যাব উদ্বোধন করেন।
১৩ আগস্ট শনিবার বেলা ১১টায় উদ্বোধন উপলক্ষে গোপালপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গোপালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইউনুছ ইসলাম ঠা-ু, ভাইস চেয়ারম্যান মো. আবদুল লতিফ সিটি, ভাইস চেয়ারম্যান (মহিলা) মরিয়ম আক্তার মুক্তা, সহকারি কমিশনার (ভূমি) মাকছুদুল ইসলাম, উপজলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মোস্তফা কবিরসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
হেমনগরের নারুচি স্কুল এন্ড কলেজে ল্যাব উদ্বোধনে উপস্থিত ছিলেন, গোপালপুর পৌর মেয়র রকিবুল হক ছানা অপর দিকে নলিন নঈম উদ্দীন উচ্চবিদ্যালয়ে ভিডিও কনফারেন্সের সময় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক নজরুল ইসলাম, হেমনগর ইউনিয়নের চেয়ারম্যান রওশন খান আইয়ুব, বীরমুক্তিযোদ্ধা আবদুর রহমান, তোরাপ আলি শিকদার, শিক্ষক নিয়ামত আলি, মজিবর রহমান প্রমুখ।
অপর ৩ শিক্ষা প্রতিষ্ঠান হলো, মির্জাপুর ইউনিয়নের বড়শিলা উচ্চবিদ্যালয় ও মোহনপুর পাবলিক উচ্চ বিদ্যালয় এবং হেমনগর ইউনিয়নের খামারপাড়া উচ্চবিদ্যালয়ে শেখ রাসেল ডিজিটাল ল্যাব উদ্বোধন করা হয়।