আপ্রকাশি সংস্থার নিবার্হী পরিচালক এস এম জুয়েলের উপর হামলার প্রতিবাদে সান্তাহারে এলাকাবাসী ও গ্রাহকের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত
আদমদীঘি প্রতিনিধি : বগুড়ার সান্তাহারে আপ্রকাশি সেভিংস এন্ড ক্রেডিট কো-অপারেটিভ সোসাইটি লি: এর নিবার্হী পরিচালক ও মালিক এস এম জুয়েলের উপর হামলার প্রতিবাদে মঙ্গলবার বেলা ১২টায় এলাকাবাসী, গ্রাহক ও পরিবারের সদস্যদের নিয়ে হামলাকারীদের বিচারের দাবীতে সান্তাহার-নওগাঁ মহাসড়কের সামনে প্রায় ২ঘন্টা ব্যাপী একটি বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন চলাকালে এস এম জুয়েলের বড় ভাই আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য আপ্রকাশি সংস্থার গ্রাহক মইনুল আহসান, আলমগীর হোসেন, মোকছেদ আলী, লিয়াকত আলী, মাহাবুবা আক্তার, পাপিয়া, রশওন আরা, শরীফা, হামিদা, পরিবারের মধ্যে বক্তব্য রাখেন চাচী শাহানাজ, বোন রেবেকা সুলতানা বানু, ভাবী রেহেনা বেগম, আপ্রকাশি সংস্থার কর্মকর্তা জাহাঙ্গীর, মিঠু, আব্দুস সালাম, আব্দুর রহিম প্রমুখ। বক্তরা অবিলম্বে আপ্রকাশি সংস্থার নিবার্হী পরিচালক এস এম জুয়েলের উপর হামলারীদের বিচারের দাবী জানায়।
উল্লেখ্য,গত বৃহস্প্রতিবার রাত ১০টায় সময় সান্তাহার ফেমাস ক্লিনিকের সামনে কে বা কাহারা এস এম জুয়েলের উপর অর্তকিত হামলা করে পালিয়ে যায়। পরে তাকে এলাকাবাসী মূষুর্ষ অবস্থা সান্তাহার ক্লিনিকে ভর্তি করায়। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ১দিন চিকিৎসার পর তাকে ঢাকা মেডিক্যাল হাসপাতালে হস্তান্তর করা হয়। বর্তমান সে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে।