জামালপুরে সার্বিক বন্যা পরিস্থিতি উন্নতি, যমুনার পানি বিপদসীমার ১৩ সেন্টিমিটার নিচে
ওসমান হারুনী,জামালপুর প্রতিনিধি : জামালপুরে সার্বিক বন্যা পরিস্থিতি উন্নতি হয়েছে। যমুনার পানি বাহাদুরাাদ ঘাট পয়েন্টে আজ সকালে বিপদসীমার ১৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রাবাহিত হচ্ছে।
পানি কমতে শুরু করায় ভাঙ্গন শুরু হয়েছে গুঠাইল হার্ড পয়েন্ট সহ যমুনার তীরবর্তী বিভিন্ন এলাকা।
চলতি বন্যায় রাস্তা-ঘাট ভেঙ্গে যাওয়ায় যোগাযোগ ব্যাবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বন্যায় তলিয়ে যাওয়া বীজতলা,সবজিবাগানসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে।
বন্যা কবলিত জেলার ইসলামপুর উপজেলাসহ ৬টি উপজেলার ৫লক্ষাধিক মানুষ মানবেতর জীবন যাপন করছে। দূর্গত এলাকার চলছে ত্রাণের জন্য হাহাকার। বন্যা কবলিত এলাকার বন্ধ রয়েছে জেলার ৩ শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান কার্যক্রম।