চৌগাছায দুই শিবির নেতা গুলিবিদ্ধ
চৌগাছা (যশোর) সংবাদদাতা : যশোরের চৌগাছায় পুলিশের গুলিতে রুহুল আমিন এবং ইসরাফিল নামের শিবিরের দুজন ছাত্র নেতা আহত হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে এ ঘটনা ঘটে। পুলিশ আহতদের ঐরাতেই যশোর ২৫০ শষ্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেছে জানাগেছে। পুলিশ জানিয়েছে ঘটনার রাতে চৌগাছা-মহেশপুর সড়কে পুলিশ টহল দিচ্ছিল এসময় মটর সাইকেল আরোহী দুজনকে গতিরোধ করে। কিন্তু মটর সাইকেল আরোহীরা পুলিশের সিগন্যাল অমান্য করে দ্রুত পালানোর চেষ্টা করে। পুলিশ তাদের পিছু নিলে উপজেলার বুন্দেলিতলা গ্রামের তোতার বাড়ির সামনে পুলিশকে লক্ষ্য করে তারা বোমা ছোড়ে। এতে পুলিশের এসআই সিরাজুল ইসলাম এবং কনেস্টবল জহিরুল আহত হন। আত্মরক্ষার্থে পুলিশ ৬-৭ রাউন্ড গুলি ছোড়ে। গুলিতে তারা আহত হয়। আহত রুহুল আমিন (১৯) উপজেলার নারায়নপুর গ্রামের ইমদাদুল হকের ছেলে সে উপজেলা শিবিরের সাহিত্য সম্পপাদক এবং ইসরাফিল (২০) একই উপজেলার চুটারহুদা গ্রামের আব্দুর রহমানের ছেলে সে উপজেলা শিবিরের সেক্রেটারি। আহতরে পরিবার দাবি করেছে বুধবার রাতে রুহুল আমিন এবং ইসরাফিলকে চৌগাছা থানা পুলিশ বাড়ি থেকে ধরে আনে। বৃহস্পতিবার থানা হাজতে তাদের সাতে পরিবারের লোকজন দেখাও করেছে। রুহুল আমিন এবং ইসরাফিল যশোর এমএম বিশ্ব বিদ্যালয়ে কলেজে ম্যানেজমেন্টে ও অর্থনীতেতে অনার্সের প্রথমবর্ষের ছাত্র বলে জানা গেছে। চৌগাছা থানার ওসি এম মশিউর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে ঘটনা স্থান থেকে একটি রামদা, দুটি বোমা, জিহাদি বইসহ চাঁদা আদায়ের রশিদ উদ্ধার করেছে বলে জানিয়েছেন।