সান্তাহারে জঙ্গী ও সন্ত্রাসবাদ বিরোধী সুধী সমাবেশ অনুষ্ঠিত
আদমদীঘি প্রতিনিধি : সাম্প্রতিককালে সারা দেশে ইসলামের নামে কিছু সংখ্যক বিপদগামী যুবক, দেশী-বিদেশী মদদদাতা ও চক্রন্তকারীদের উস্কানিতে সারা বিশ্বের কাছে বাংলাদেশের ভাবমুর্তি নষ্ট এবং অকার্যকর রাস্ট্রে পরিনত করার লক্ষে জঙ্গী হামলা চালিয়ে দেশ-বিদেশের নিরীহ মানুষ হত্যা এবং একই উদ্দেশ্যে সংগঠিত হয়ে পরিকল্পনা ও প্রস্তুতি নেয়ার মত জঘন্য অপতৎপতার বিরুদ্ধে জনপ্রতিরোধ গড়ে তোলার লক্ষে বুধবার বগুড়ার সান্তাহার বিপি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এক বিশাল সুধী সমাবেশ করা হয়েছে। আদমদীঘি উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে আয়োজিত ওই সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম খান রাজু। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম। ওই সুধী সমাবেশে সান্তাহার শহরসহ উপজেলার সব মসজিদের খতিব, ইমাম, দাখিল, আলিম, ফাযিল ও ক্বাউমি মাদরাসা, এবং প্রাইমারী, হাইস্কুল ও কলেজের শিক্ষক, ব্যবসায়ী, পুলিশ ও রাজনিতীকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ গ্রহন করেন। বেলা ১১টা থেকে বিকাল চারটা পর্যন্ত পাঁচ ঘন্টা ব্যাপী দিক নির্দেশনামুলক আলোচনা শেষে জঙ্গী ও সন্ত্রাসবাদ বিরোধী একটি আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। ৭১ সদস্য বিশিষ্ট কমিটির আহবায়ক করা হয়েছে সান্তাহার পৌরসভার সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা গোলাম মোরশেদ খানকে।