ভোলাহাটে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ) : দেশব্যাপী জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী মানববন্ধনের অংশ হিসেবে সোমবার বেলা ১১ টায় চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানও মানববন্ধন পালন করেছে। এ লক্ষ্যে উপজেলা পরিষদ দক্ষিণ গেট হতে হলিদাগাছী মোড় পর্যন্ত মানববন্ধনে অংশগ্রহণ করে ভোলাহাট মোহবুল্লাহ মহাবিদ্যালয়, ভোলাহাট মহিলা কলেজ, রামেশ্বর পাইলট ইন্সটিটিউশন, নেকজান বালিকা উচ্চ বিদ্যালয়, ময়ামারী দাখিল মাদ্রাসা, গোহালবাড়ী আলিম মাদরাসা, পোল্লাডাংগা ইসলামপুর আলিম মাদরাসা, মন্জুর আহমেদ উচ্চ বিদ্যালয়, আলালপুর দাখিল মাদরাসা, বড়গাছী উচ্চ বিদ্যালয়সহ একাধীক শিক্ষা প্রতিষ্ঠান মানববন্ধন করে জঙ্গী ও সন্ত্রাসীর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহবান জানানো হয়। এ দিকে মানবন্ধনে সংক্ষিপ্ত আলোচনায় ভোলাহাট মহিলা কলেজ গেটে কলেজ উপাধ্যক্ষ জামালউদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কলেজ শিক্ষক সহকারী অধ্যাপক আমিনুল হক, সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম তোতা, প্রভাষক রাববুল হোসেন, প্রভাষক নাজির হোসেন, প্রভাষক ফয়েজুল ইসলাম, শিক্ষার্থী আফিয়া আন্জুম ও হাবিবাসহ অন্যরা। অপর দিকে ভোলাহাট মোহবুল্লা মহাবিদ্যালয় মানববন্ধন শেষে কলেজ গেটে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ শফিকুল ইসলাম, সহকারী অধ্যাপক আব্দুস সাত্তার, প্রভাষক রহমাত আলী, প্রভাষক এনামুল হক, প্রভাষক জালালউদ্দিন, প্রভাষক তরিকুল ইসলামসহ অন্যরা। ঘন্টাব্যাপী আয়োজিত মানবন্ধনে দেশ থেকে জঙ্গি ও সন্ত্রাস মুক্ত করতে সবাইকে এক হয়ে কাজ করার আহবান জানানো হয়।