গোপালপুরের সূতী ভি এম স্কুলের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী র্যালি, মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত
এ কিউ রাসেল, গোপালপুর (টাঙ্গাইল) : ‘শিক্ষা প্রতিষ্ঠানে জঙ্গির আস্তানা পুড়িয়ে দাও, গুড়িয়ে দাও। বাঁচাও মানুষ বাঁচাও দেশ, জঙ্গি করো নিঃশেষ।’ প্রতিপাদ্যে টাঙ্গাইলের গোপালপুরের ঐতিহ্যবাহি শিক্ষা প্রতিষ্ঠান সূতী ভি এম পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে উদ্যোগে ৩০ জুলাই শনিবার বেলা ১১টার দিকে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী র্যালি, মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সকাল সাড়ে ১০টার দিকে বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ, শিক্ষক-শিক্ষার্থী, মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের অংশ গ্রহনে র্যালিটি পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে গোপালপুর থানার সামনে আধঘন্টা ব্যাপি মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য ও হেমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রওশন খান আইয়ুবের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, গোপালপুর পৌর সভার মেয়র মো. রকিবুল হক ছানা, গোপালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুল জলিল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আব্দুস সোবাহান তুলা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল লতিফ, সহকারি প্রধান শিক্ষক মো. আতিকুর রহমান, সিনিয়র শিক্ষক হারুন অর রশিদ, গোপালপুর কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি রফিকুল ইসলাম মুকুল, জিএস শেখ ফেরদৌস ওয়াহিদ রিপন, রইসুল হক প্রমুখ।