শৈলকুপায় ভ্রাম্যমান আদালতের অভিযানে জরিমানা আদায় !
ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের শৈলকুপায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে দুই ব্যবসায়ীর কাছ থেকে ১৫শ’ টাকা জরিমানা আদায় করেছে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন শৈলকুপার সহকারী কমিশনরা (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সুমী মজুমদার।
জানা গেছে, রবিবার দুপুরে উপজেলার ভাটই বাজার থেকে জাটকা ইলিশ বিক্রির অপরাধে মৎস্য সংরক্ষণ আইনে বাজুখালী গ্রামের শান্তিরামের ছেলে মনোজিতকে ৫শ’ টাকা ও অবৈধ পলিথিনের ব্যাগ সংরক্ষন ও ব্যবহারের অপরাধে পরিবেশ সংরক্ষন আইনে ভাটই গ্রামের ধিরেন পালের ছেলে রতন পালকে ১হাজার টাকা জরিমানা ও অবৈধ পলিথিন ব্যাগ জব্দ করে ভ্রাম্যমান আদালত।
এসময় আরো উপস্থিত ছিলেন শৈলকুপা মৎস্য কর্মকর্তা শফিকুল ইসলাম, স্যানেটারী ইন্সপ্যাক্টর পিকুল হোসেন ও শৈলকুপা থানার এস,আই কামাল হোসেন।
শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ দিদারুল আলম বলেন, ভ্রাম্যমান আদালতের এ অভিযান অব্যাহত থাকবে।