সান্তাহারে কালভার্ট ধ্বসে পড়েছে, সান্তাহার-নাটোর বাইপাস সড়কে তিন ধরে যান চলাচল বন্ধ

PIC-22.07.16
আদমদীঘি প্রতিনিধি : অবশেষে ধ্বসেই পড়ল সান্তাহার-নাটোর বাইপাস সড়কের সান্তাহারের পানলা এলাকায় অবস্থিত জোড়াতালি দেওয়া সেই কালভার্ট। ফলে গত তিন ধরে ওই সড়কে সরাসরি যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। এতে করে ওই সড়কে চলা বিভিন্ন ধরনের যানবাহনের রোজগার বন্ধ হবার পাশাপাশি চরম দুর্ভোগে পড়েছে যাত্রীসাধারণ। বন্ধ রয়েছে নিত্যপন্যসহ সব ধরণের পন্য পরিবহন।
জানা গেছে, ওই সড়কের সান্তাহার-রাণীনগর অংশের পাঁচ কিলোমিটারে রয়েছে সাতটি ঝুঁকিপুর্ণ ও সরু কালভার্ট। বিএনপি-জামায়াতের জোট সরকারের শেষ দিকে ওই বাইপাস সড়ক নির্মান করা হয়। সড়কের দুই পাশ প্রায় ছয় ফুট সম্প্রসারণ করা হলেও ঝুঁকিপুর্ণ সরু কালভার্টগুলো সমম্প্রসারণ ও পুনঃনির্মান না করেই কাজ শেষ করা হয়। এ বিষয়ে ২০১৪ সালের জুন মাসে দেশের বিভিন্ন জাতীয় দৈনিকে সচিত্র রিপোর্ট প্রকাশ করা হলেও কর্তৃপক্ষের টনক নড়েনি। এ অবস্থাই গত রমজান মাসে ওই সড়কের সান্তাহারের হেলালিয়া হাটের উত্তর দিকে পাশাপাশি দুই ঝুঁকিপুর্ণ ও সরু কালভার্টের মধ্যে একটির ঢালাই পাটাতনের পুর্ব পাশ ধ্বসে পড়ে। সেটি যে ভাবে সংস্কার করা হয়েছে তা আগের চেয়ে ঝুঁকিপুর্ণ হয়ে পড়েছে। সবশেষ মঙ্গলবার রাতে ওই সড়কের সান্তাহার-রাণীনগর অংশের পানলা নামক স্থানের কয়েকবার জোড়াতালি দেওয়া কালভার্ট ধ্বসে পড়ে। বৃহস্পতিবার দুপুরে সরেজমিন দেখা যায় ওই সড়ক দেখভালকারি নওগাঁ সড়ক ও জনপথের এক মিস্ত্রি ও ৪/৫ শ্রমিক ধ্বসে পড়া কালভার্ট পুরো ভেঙ্গে ফেলার কাজ করছে। সেখানে সাড়ে ১১ ফুট চওড়ার বেইলিব্রীজ নির্মান করা হবে। মালামালও নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু লোকবল কম হবার কারনে নির্মান কাজ বিলম্ব হবার আশঙ্কা করছে এলাকাবাসী। কর্মরত সওজের হেডমিস্ত্রি আব্দুল কাদের জানান ধ্বসে পড়া অবকাঠামো সরিয়ে লোহার বেইলিব্রীজ নির্মান করতে কমপক্ষে ৫ দিন সময় লাগতে পাড়ে। এদিকে ওই সড়কে সরাসরি যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ায় সিএনজি, ইজিবাইক,রিক্সা-ভ্যানসহ বিভিন্ন যানবাহনের রোজগার প্রায় বন্ধ হয়ে গেছে, দুর্ভোগে পড়েছে হাজারো যাত্রীসাধারণ। এছাড়া ওই সড়ক দিয়ে পুরোপুরি বন্ধ হয়ে গেছে নিত্য পন্যসহ নানা পন্য পরিবহন। সরেজমিন দেখা যায় সান্তাহার থেকে স্থানীয় বাহনের যাত্রীরা ধ্বসে পড়া কালভার্টের দুই পাশে নামছে। তার পর পাশের রেললাইনের খালের কাদাজলের বাঁধ পেড়িয়ে উঠছে রেললাইনে। সেখান থেকে প্রায় আধাকিলোমিটার দুরে প্রান্নাথপুর মোড়ে গিয়ে ফের যানবাহনে উঠছে। একই ভাবে দক্ষিন দিকের যাত্রীরা আসছে কালভার্টের উত্তর পাশে। এতে দুর্ভোগ সৃষ্টি হয়েছে, বিশেষ করে বয়ষ্ক ও নারী-শিশুদের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *