মোল্লাহাটে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত
মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি : মোল্লাহাটে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে বিশ্ব জনসংখ্যা দিবস ২০১৬ পালিত হয়েছে। দিবসটি পালনের শুরুতে গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় বর্ণাঢ্য এক র্যালি গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক ঘুরে শুরুর স্থল স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে ফিরে শেষ হয়। পরে “কিশোরীদের জন্য বিনিয়োগ আগামী প্রজন্মের সুরক্ষা” প্রতিপাদ্যের আলোকে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শামীম হাসানের সভাপতিত্বে স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় স্বাগত বক্তব্যদেন-পরিবার পরিকল্পনা কর্মকর্তা শেখ আব্দুর রকিব, বিশেষ অতিথিদের মাঝে উপস্থিত ছিলেন ও বক্তব্যদেন-পজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ সৈয়দ জাহাঙ্গীর হোসেন, যুবউন্নয়ন কর্মকর্তা-মোঃ মিজানুর রহমান, ইউপি চেয়ারম্যান-শিকদার মোঃ উজির আলী, প্রেস ক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক-এম এম মফিজুর রহমান ও উপ-পুলিশ পরিদর্শক-সাঈদুর রহমান। এছাড়া বক্তব্যদেন- সাংবাদিক মোঃ মনিরুজ্জামান মোল্লা, ডাঃ লুৎফর রহমান ও পরিবার পরিকল্পনা কর্মী-বুলু রানী বিশ্বাস প্রমূখ। পরিবার পরিকল্পনা ডাঃ একরামুল হকের পরিচালনায় উক্ত সভায় উপস্থিত ছিলেন-পরিবার পরিকল্পনা কাজে নিয়োজিত মোল্লাহাট এলাকার সকল কর্মকর্তা-কর্মচারী ও সুধীবৃন্দ।