ভোলাহাট ইউএনও’র বদলি
ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি : ভোলাহাট উপজেলা নির্বাহী অফিসার বুধবার বদলি হয়ে সবার কাছ থেকে বিদায় নিয়ে নতুন কর্মস্থলে গেলেন। ২৫/১১/২০১৪ সালে আবুল হায়াত মোঃ রফিক ভোলাহাট উপজেলায় ইউএনও হিসেবে যোগদান করেন। দীর্ঘ দিন যাবৎ গুরুত্ব সহকারে দৃঢ় বিশ্বাস ও নিষ্ঠা আর সকলের ভালবাসা নিয়ে দায়িত্ব পালন করেন। ভোলাহাট উপজেলায় এ পদে যতজন এসেছেন তাদের মধ্যে তিনি অন্যতম। বিশেষ করে বাল্যবিবাহের ক্ষেত্রে তার ভূমিকা ছিলো চির সরণীয় ও বরণীয়। সেই মান্তাত্তা আমল থেকেই চলে আসছিলো এ বাল্যবিবাহের কুপ্রথা। কিন্তু তিনি তার সময়ে সে ধারাবাহিকতা একদম পাল্টে দিয়েছেন। উপজেলার প্রতিটি মানুষের মাঝে ছেলেমেয়েদের বিয়ে দিতে গিয়ে একটু হলেও ভেবে দেখেছেন আমার ছেলে বা মেয়ের বিয়ের বয়স পরিপূর্ণ হয়েছে কি-না।
বুধবার তিনি তার অফিস কক্ষে ভোলাহাট প্রেসক্লাবের সাংবাদিক গোলাম কবির, শরিফুল ইসলাম শরীফ ও তাজাম্মুল হক আরাফাতের সাথে শেষ বিদায় হিসেবে কোলাকোলি করেন। পরে জেলা আ’লীগের সহসভাপতি ও ভোলাহাট উপজেলা বিআরডিবি’র চেয়ারম্যান আব্দুল খালেক, উপজেলা আওয়ামীলীগের সিনিয়ার সহসভাপতি ইয়াসিন আলী শাহ্, সহসভাপতি আইয়ুব আলী মন্ডল, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আফরাজুল হক বাবু, একরামুল হক মাষ্টারসহ অন্যরা অফিসিয়্যাল নানান কাজের ব্যস্ততার মধ্যেও তিনি সকলের সাথে মন খুলে কথা ও কুশল বিনিময় করেন