ভোলাহাট কলেজের আয়োজনে সন্ত্রাস ও জঙ্গিবাদ নিরোধে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত
ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে সন্ত্রাস ও জঙ্গিবাদ নিরোধে সচেতনতামূলক আলোচনা সভা রোববার সকাল সাড়ে ১১ টায় কলেজ মিলনায়তন কক্ষে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আলোচনা সভায় কলেজ অধ্যক্ষ মাসুদরানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্টার মিডিয়া-ঢাকা’র ব্যবস্থাপনা পরিচালক ও হৃদয়ে ভোলাহাট পত্রিকার প্রধান সম্পাদক আসাদুজ্জামান বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন ভোলাহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও হৃদয়ে ভোলাহাট পত্রিকার চীফ ইন-ষ্টাফ শরিফুল ইসলাম শরীফ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রভাষক শাহী মাহবুব আলী(পরিসংখ্যান), প্রভাষক বেলদার আলী(হিসাব বিজ্ঞান), প্রভাষক ফিরোজ আহমেদ(অর্থনীতি), প্রভাষক জিয়াউর রহমান(পৌরনীতি), প্রভাষক মাহিদুল ইসলাম(ইংরেজী), প্রভাষক রবিউল ইসলাম(বাংলা), প্রভাষক সারওয়ার্দী(জীববিজ্ঞান) ও প্রভাষক আমেনা খাতুন(সমাজ বিজ্ঞান)। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন প্রদর্শক এরফান আলী বাচ্চু(কম্পিউটার)। সচেতনতামূলক আলোচনা সভায় উপস্থিত স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সুধীজনেরা ও কলেজ ছাত্র-ছাত্রীদের মাঝে দেশকে সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূল করার জন্য প্রধান অতিথি সকলকে সচেষ্ট ও সতর্ক থেকে এদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহবান জানান।