ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীর লাহিড়ী হাটে জঙ্গিবাদ, সন্ত্রাস ও বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা
রাজিউর রহমান জেহাদ রাজু : ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী হাট ধান হাটীতে রবিবার সকাল ১০টার সময় জঙ্গিবাদ, সন্ত্রাস ও বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মান্নান, সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও ঠাকুরগাঁও জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মো: দবিরুল ইসলাম এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার ফরহাত আহম্মেদ, এছাড়া বালিয়াডাঙ্গী উপজেলা চেয়ারম্যান সফিকুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সামাদ পান্না, বালিয়াডাঙ্গী থানা অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাদিয়া এমদাদ, বাংলাদেশ আওয়ামীলীগ বালিয়াডাঙ্গী উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান প্রবীর কুমার রায়, পাড়িয়া ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান আহসান হাবীব বুলবুল, বর্তমান চেয়ারম্যান জিল্লুর রহমান, চাড়োল ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান দিলীপ কুমার চ্যাটার্জী, বর্তমান চেয়ারম্যান আবু হায়াত নুরুন্নবী, চাড়োল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল বারেক মন্টু, বালিয়াডাঙ্গী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুস সোবহান, লাহিড়ী ফাযিল মাদরাসার অধ্যক্ষ হেদায়েতউল্লাহ প্রমূখ। প্রধান অতিথি বক্তব্যে বলেন, জঙ্গিবাদ, সন্ত্রাস ও বাল্যবিবাহ প্রতিরোধ করতে সকল জনসাধারণ কে রুখে দাড়াতে হবে এবং নিজ নিজ সন্তানের প্রতি খেয়াল সকল অভিভাবকের দায়িত্ব। জঙ্গিবাদ সন্ত্রাস দমন করার জন্য প্রশাসনিক ভাবে যা সহযোগীতা প্রয়োজন সর্ব প্রকারের সহযোগীতা করবেন স্থানীয় প্রশাসন এই আহব্বান জানান।