সান্তাহারে জঙ্গী বিরোধী মিছিল ও প্রতিবাদ সভা

PIC-16.07.16
আদমদীঘি প্রতিনিধি : ঢাকার হলি আর্টিসান বেকারি ও রেস্তারা এবং শোলাকিয়া ঈদগাহ্ মাঠ সহ সারা দেশের মন্দিরে ইসলামের নামে বর্বর হামলা চালিয়ে নিরপরাধ দেশী-বিদেশী মানুষ হত্যার প্রতিবাদে শনিবার বগুড়ার সান্তাহার শহরে ছাত্রলীগের আয়োজনে এক বিশাল প্রতিবাদ মিছিল ও সভা করা হয়েছে। আদমদীঘি উপজেলা, সান্তাহার পৌর ও সান্তাহার সরকারী কলেজ ছাত্রলীগের যৌথ আয়োজনে অনুষ্ঠিত ওই কর্মসুচীতে সভাপতিত্ব করেন আদমদীঘি উপজেলা ছাত্রলীগের সভাপতি সুমিনুল ইসলাম সুমন। বেলা ১২টায় শহরের রেলগেট চত্বরে নব-নির্মিত স্বাধীনতা মঞ্চ প্রাঙ্গনে ওই প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তোফিকুর রহমান সোহাগ, পৌর ছাত্রলীগের সভাপতি মাহমুদুর রহমান মুন্না ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান রিগান, সরকারী কলেজ ছাত্রলীগ নেতা স্বাধীন, জিসান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও আদমদীঘি উপজেলা সদর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান জিল্লুর রহমান, উপজেলা কৃষকলীগ সভাপতি হারুনুর রশিদ সোহেল, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার আবির উদ্দিন খান, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নিসরুল হামিদ ফুতু, উপজেলা শ্রমিকলীগের আহবায়ক রাসেদুল ইসলাম রাজা, সান্তাহার পৌর আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা আবুল কাসেম, সাধারণ সম্পাদক জাহিদুর বারী, পৌরসভার সাবেক চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা মুক্তিযোদ্ধা গোলাম মোরশেদ খান ও মুক্তিযুদ্ধের সংগঠক সাবেক এমপি আওয়ামীলীগের প্রবীন নেতা কছিম উদ্দিন আহমেদ প্রমুখ। বক্তরা এসব নারকীয় ঘটনার জন্য বিএনপি ও জামায়াত-শিবিরকে দায়ী করেন। তাঁরা আরো বলেন, প্রতিটি গ্রাম ও পাড়া-মহল্লায় পুলিশ প্রশাসন ও ছাত্রলীগের নেতৃত্বে জঙ্গী বিরোধী কমিটি গঠন করা হয়েছে। প্রতিটি গ্রাম ও পাড়া-মহল্লায় অপরিচিত মানুষ ও ধর্মীয় উগ্রবাদীদের গতিবিধি পর্যবেক্ষন করার মাধ্যমে জঙ্গী বিরোধী কার্যক্রম চালাবে কমিটির প্রতিটি সদস্য। একাজে সকল গণতান্ত্রিক রাজনৈতিক দল ও সব ধর্মের মানুষকে সার্বিক সহযোগীতা করার আহবান জানানো হয়। প্রতিবাদ সভার পুর্বে বেলা ১১টায় এক বিশাল প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *