ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধের র্যালী ও আলোচনা সভা
রাজিউর রহমান জেহাদ রাজু, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় গতকাল সোমবার সকাল ১১.০০ টার সময় উপজেলা পরিষদ চত্বর হইতে বালিয়াডাঙ্গী ইসলামী ফাউন্ডেশনের আয়োজনে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধের র্যালী বের হয়ে চৌরাস্তার বিভিন্ন প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়। আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্যে বলেন, সন্ত্রাস জঙ্গিবাদ দমনের জন্য বর্তমান সরকার কঠোর পদক্ষেপ গ্রহণ করেছেন। তাই বালিয়াডাঙ্গী উপজেলা সকল স্তরের মানুষকে প্রশাসনকে ও প্রতিটি মসজিদের ইমামগণকে সন্ত্রাস জঙ্গিবাদ প্রতিরোধের আহব্বান জানান। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মান্নান, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপূত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপাতি ও ঠাকুরগাঁও জেলা বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মো: দবিরুল ইসলাম(এমপি), এছাড়া বিশেষ উপজেলা চেয়ারম্যান সফিকুল ইসলাম, বাংলাদেশ আওয়ামীলীগ বালিয়াডাঙ্গী উপজেলা শাখার সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলী, বাংলাদেশ আওয়ামীলীগ বালিয়াডাঙ্গী উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান প্রবীর কুমার রায়, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সামাদ পান্না, মহিলা ভাইস চেয়ারম্যান নাদিয়া এমদাদ, বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম, বালিয়াডাঙ্গী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুস সোবহান, বালিয়াডাঙ্গী উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মজিবর রহমান শেখ, উপজেলা শিক্ষা অফিসার আফজাল হোসেন, মাওলানা রফিকুল ইসলাম, বালিয়াডাঙ্গী জামে মসজিদের ইমাম সফিকুল ইসলাম, বালিয়াডাঙ্গী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, স্বাগত বক্তব্য রাখেন বালিয়াডাঙ্গী ইসলামী ফাউন্ডেশনের সুপারভাইজার ওমর ফারুক সহ সকলেই সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধের আলোচনা সভায় বক্তব্য রাখেন।