কাহারোল ডিগ্রী কলেজকে জাতীয় করণের দাবীতে মানব বন্ধন বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্টিত।

ma bondhon
কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের কাহারোল ডিগ্রী কলেজকে জাতীয় করণের দাবীতে কাহারোল কলেজের ছাত্র,শিক্ষক,কর্মচারীসহ সর্ব স্তরের মানুষ বিক্ষোভ মিছিল ও মানব বন্ধন কর্মসূচী পালন করেছে। গত ১২জুলাই/১৬ মঙ্গলবার বেলা ১১টায় কাহারোল বাজার আমতলা মোড়ে মানব বন্ধ কর্মসূচী পালন করা হয়। এই মানব বন্ধন কর্মসূচীতে দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল অংশ নেন। কর্মসূচীতে বক্তারা বলেছেন কাহারোল ডিগ্রী কলেজ ১৯৮৪ সালে স্থাপিত হয়। এখন পর্যন্ত এই প্রতিষ্ঠানটি অতি গুরুত্বের সঙ্গে পড়া লেখার মান চালিয়ে প্রশংসা অর্জন করেছে। কাহারোল উপজেলায় কোন সরকারী কলেজ না থাকলেও গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান মন্ত্রী ডিজিটাল বাংলাদেশ গড়ার রুপকার জননেত্রী শেখ হাসিনা প্রত্যেকটি উপজেলায় ১টি করে কলেজ সরকারী করণের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। কিন্তু দুঃক্ষের বিষয় কাহারোল উপজেলা সদরে অবস্থিত কাহারোল ডিগ্রী কলেজ জাতীয় করণের তালিকা ভূক্ত না হয়ে উপজেলা সদর হতে ১৬ কিঃ মিটার দুরে অবস্থিত জয়নন্দ ডিগ্রী কলেজকে সরকার জাতীয় করণের প্রাথমিক তালিকা ভূক্ত করেছেন। এই ঘটনায় কাহারোল উপজেলা সদরের সুশীল সমাজ সহ সর্ব স্তরের শিক্ষক, ছাত্র/ছাত্রী, অভিভাবকরা হতাশ হয়েছেন। বক্তরা আরো বলেছেন মাননীয় প্রধান মন্ত্রীর ঘোষনা অনুযায়ী উপজেলা সদরে অবস্থিত কাহারোল কলেজকে জাতীয় করণের লক্ষে সকল প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। এই কলেজটি জাতীয় করণের বিষয়টি কাহারোল উপজেলার সর্বস্তরের মানুষের প্রাণের দাবী বলে মানব বন্ধন কর্মসূচীতে দাবী করা হয়েছে। মানব বন্ধন কর্মসূচীতে অংশনিয়ে দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জনশীল গোপাল বলেছেন, কাহারোল ডিগ্রী কলেজকে সরকারী করণে সরকারের বিবেচনা আশা প্রকাশ করেছেন। এই কলেজটি সরকারী করণে গণমানুষের যে কোন আন্দোলন কর্মসূচীতে সমর্থন রয়েছে। তিনি প্রত্যাশা করেন আজকের এ কর্মসূচী সরকারের দৃষ্টিতে পড়বে এবং কাহারোল ডিগ্রী কলেজটি সরকারী করণের ব্যবস্থা সরকার করবেন। এব্যাপারে কাহারোল ডিগ্রী কলেজকে সরকারী করণের বাস্তবায়ন কমিটির পক্ষ হতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান মন্ত্রীর সমীপে একটি স্মারক লিপি প্রদান করা হয়েছে। অন্যান্যদের মধ্যে মানব বন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন কাহারোল উপজেলা আ’লীগের সভাপতি এ.কে.এম ফারুক শাহ, সহ-সভাপতি মোঃ আশরাফুল হক, সাধারণ সম্পাদক মোঃ হাফিজুল ইসলাম চৌধুরী, জেলা কৃষকলীগের সহ-সভাপতি বাবু গোপেশ চন্দ্র রায়, কাহারোল ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ গোলাম হাসান, সাবেক অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম, কাহারোল উপজেলা বি.এন.পির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাদশা প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *