সরকারের নির্দেশনা উপেক্ষা করে সরকারি কলেজের সহকারি অধ্যাপক কোচিং বাণিজ্যে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে
ভ্রাম্যমাণ প্রতিনিধি : খুলনা বয়রা সরকারি মহিলা কলেজের সহকারি অধ্যাপক মোঃ আবুল হাশেম সরকারের নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কোচিং বাণিজ্যে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে মর্মে জানা গেছে। ঘটনার বিবরণে প্রকাশ, খুলনা বয়রা সরকারি মহিলা কলেজের শিক্ষক মোঃ আবুল হাশেম তার স্ব কলেজের ছাত্রীদের থেকে মাসে দুই হাজার টাকা হারে প্রতি ছাত্রী থেকে আদায় করছে। সপ্তাহে ৩দিন একজন ছাত্রী কোচিংয়ে হাজির হয়। কিন্তু শিক্ষক সপ্তাহে ৬ দিনেই কোচিংয়ে মোট ১২ টি ব্যাজে ৩০ জন আকারে ৩৬০ জন ছাত্রীকে সকালে ৪ ব্যাজ, বিকালে ২ ব্যাজ মিলে প্রায় ৭ লক্ষ টাকা প্রতিমাসে ছাত্রীদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে। খুলনা শহরের সাউথ সেন্টাল রোডে কোচিং সেন্টার খুলে এই সরকারি কলেজের সহকারি অধ্যাপক মোঃ আবুল হাশেম সরকারের ভাবমূর্তি ক্ষুণœ করত: শিক্ষার আলোকে কলঙ্কিত করছে।
সূত্রটি আরো ব্যক্ত করে, ছাত্রীদের ভালো রেজাল্টের অজুহাতে এই সহকারি অধ্যাপক আবুল হাশেমের কোচিং সেন্টারে আরো নানান স্পর্শকাতরের অভিযোগ আছে। (সচিত্র প্রতিবেদনে অচিরেই পত্রিকায় চোখ রাখুন)