ভোলাহাটে মাদক ব্যবসায়ীর হামলায় মুক্তিযোদ্ধা ও ছেলে আহত
ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ ভোলাহাটে এক মাদক ব্যবসায়ীর হামলার শিকার হয়ে মুক্তিযোদ্ধা ও তার স্কুল শিক্ষক ছেলে আহত হয়ে ভোলাহাট স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। ঘটনার বিবরণে জানা গেছে, উপজেলার বাহাদুরগঞ্জ গ্রামের জিন্নাতের ছেলে আলম(৩৬) দীর্ঘ দিন ধরে ইয়াবা, হিরোইনসহ অন্যান্য মাদকের ব্যবসা করে আসায় প্রতিবেশী ৭৬ বছর বয়সী বীর মুক্তিযোদ্ধা লালমোহম্মদের ছেলে হাসিমুদ্দিন ও তার স্কুল শিক্ষক ছেলে তাকে মাদক বিক্রয় করতে নিষেধ করেন। ফলে বীর মুক্তিযোদ্ধার বাড়ীতে প্রায় সময় ইটপাটকেল ছুঁড়ে। ইটপাটকেল ছুঁড়তে মাদক ব্যবসায়ী আলমকে রোবিবার বিকেলে নিষেধ করলে হাসুয়া ও কুড়াল দিয়ে আঘাত করে মুক্তিযোদ্ধা হাসিমুদ্দিন ও তার স্কুল শিক্ষক ছেলে কাইফুল ইসলাম(৪০) ও তার আত্মীয় শফিউদ্দিনের ছেলে রিপন(৪২)কে আহত অবস্থায় ভোলাহাট স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয় এবং রিপনকে প্রথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়। এ দিকে মাদক ব্যবসায়ী আলম মাথায় আঘাতের চিহ্ন সৃষ্টি করে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন বলে প্রতিপক্ষ অভিযোগ করেছেন। এ ঘটনায় তাৎক্ষণিক পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরির্দশন করেছেন। তবে এ রির্পোট লেখা পর্যন্ত থানায় কোন আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়নি।