লোহাগড়ায় নির্বাচনোত্তর সহিংসতায় নিহত-১, আহত ৮

Lohagara 01 pic 10 07 16
কাজী আশরাফ, লোহাগড়া(নড়াইল)প্রতিনিধি : নড়াইলের লোহাগড়ায় প্রতিপক্ষের হামলায় নূর ইসলাম নামের একজন নিহত ও আট জন আহত হয়েছে। আহতদেরকে লোহাগড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার জয়পুর ইউপির চর-আড়িয়ারা গ্রামে।
আহতদের সাথে কথা বলে জানা গেছে, উপজেলার জয়পুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে পরাজিত চেয়ারম্যান প্রার্থী শরিফুল ইসলাম সমর্থিত লোকজন নির্বাচন পরবর্তী সময় থেকে বিজয়ী চেয়ারম্যান আক্তার হোসেন সমর্থীত লোকজনের উপর ক্ষুব্ধ। এর জের ধরে রবিবার (১০ জুলাই) দুপুরে পরাজিত চেয়ারম্যান প্রার্থী শরিফুল ইসলাম সমর্থিত আনিচ ও জিল্লুর নেতৃত্বে একদল সন্ত্রসী দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে মধুমতি তীরবর্তী বগজুড়ি ঘাট এলাকায় বিজয়ী চেয়ারম্যান আক্তার হোসেন সমর্থীত লোকজনের ওপর হামলা চালায়। এ ঘটনায় বিজয়ী চেয়ারম্যান সমর্থীত চর আড়িয়ারা গ্রামের মৃত মখলেজ শেখের ছেলে নুর-ইসলাম (৪০) ঘটনাস্থলে নিহত এবং জসিম (২৫), রকিব (২০), শহিদুল(৪০)সহ ৮ জন আহত হয়।
চেয়ারম্যান আক্তার হোসেন জানান, নির্বাচনে তার পক্ষে কাজ করায় পরাজিত চেয়ারম্যান প্রার্থীর লোকজন নূর ইসলামকে হত্যা করেছে।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মামলার প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *