চুয়াডাঙ্গার সদর উপজেলার কুতুবপুর গ্রামে শিশু শিহাব হত্যাকারীদের সহযোগী কবিরুজ্জোহা টোটনের ব্যবহৃত ভুয়া নম্বর প্লেটের অবৈধ মোটরসাইকেল উদ্ধার
হাবিবুর রহমান,চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গার সদর উপজেলার কুতুবপুর গ্রামে শিশু শিহাব হত্যাকারীদের সহযোগী কবিরুজ্জোহা টোটনের ব্যবহৃত ভুয়া নম্বর প্লেটের অবৈধ ১৫০ সিসি ভারতীয় হিরো হোন্ডার সিবি জেড মডেলের কালো রঙের মোটরসাইকেলটি চুয়াডাঙ্গা ডিটেকটিভ ব্রাঞ্চ ( ডিবি) শনিবার বিকাল ৫টার দিকে দশমাইল বাজারের ইভান হার্ডওয়ারের সামনে থেকে উদ্ধার করে। অবৈধ মোটরসাইকেল মালিক আলোচিত কবিরুজ্জোহা টোটন (৪০) কুতুবপুর গ্রামের মরহুম আবু সাঈদ মিঠু মাস্টারের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গার ডিবির অফিসার ইনচার্জ কামরুজ্জামান ও এসআই ইব্রাহিমের নেতৃত্বে একটি দল হিরো হোন্ডার সিবি জেড মডেলের ( মেহেরপুর-ল ১১-০৯২৯) নম্বরের মোটরসাইকেটি উদ্ধার করে তাদের হেফাজতে নিয়ে আসে।
মেহেরপুর বিআরটিএ সূত্রে জানা যায়, হিরো হোন্ডা সিবি জেড মডেলের ১৫০ সিসির( মেহেরপুর-ল-১১-০৯২৯) মোটরসাইকেলটি মেহেরপুর সদ উপজেলার খানপাড়ার মরহুম মাহতাব খানের ছেলে নূরুল ইসলাম খান মলয়ের নামে রেজিষ্ট্রেশন করা রয়েছে। সূত্র আরো জানায়, একই নম্বর ব্যবহার করে কেউ যদি তার অবৈধ মোটরসাইকেল চালাতে থাকে তা শাস্তি যোগ্য অপরাধ।
এ ব্যাপারে মেহেরপুর সদর উপজেলার খানপাড়ার নূরুল ইসলাম মলয়ের সঙ্গে তার মোবাইল ফোন ০১৭১৬-৫৯৩৫৭৩ নম্বরে যোগাযোগ করা হলে তিনি জানান, তার ব্যবহৃত মোটরসাইকেলে নম্বরটিই বৈধ। তিনি ডিজিটাল নম্বর প্লেট তৈরি করতে দিলেও মেহেরপুর বিআরটিএ তাকে ওই প্লেটটি এখনও দেয়নি। তার নম্বর প্লেটটি দ্রুত পাওয়া যাবে বলে তিনি জানান।
ভুয়া নম্বর প্লেট ব্যবহার করে অবৈধ মোটরসাইকেল চালানো প্রসঙ্গে কুতুবপুর গ্রামের আলোচিত কবিরুজ্জোহা টোটনের সঙ্গে তার মোবাইল ফোন ০১৭১২-৬০১৬৬৭ নম্বরে যোগাযোগ করা হলে তিনি বলেন, এই নম্বর প্লেটটি তাকে একজন দিয়েছে। তবে তিনি ওই ব্যক্তির নাম প্রকাশ করেননি। তার ব্যবহৃত মোটরসাইকেটি অবৈধ কিনা-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, মোটরসাইকেটি অন্য আরেক জনের কাছ থেকে কেনা হওয়ার কারনে তিনি বলতে পারছেন না, ওটা অবৈধ কি না ?
চুয়াডাঙ্গার ডিবির এসআই ইব্রাহিম বলেন, অভিযোগের ভিত্তিতে মোটরসাইকেটি তাদের হেফাজতে আনা হলেও ওটা জব্দ করা হয়নি। যাচাই করে দেখার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।