মংলা বন্দর পরিদর্শন করেছে কোরিয়ান স্যামিং এক্সপ্রেস কোম্পানী

Mongla port
মনির হোসেন, মংলা, (বাগেরহাট) : মংলা বন্দর ব্যবহারের জন্য কোরিয়ার একটি প্রাইভেট কোম্পানীর প্রতিনিধিদল 28 জুন সকালে বন্দর এলাকা পরিদর্শন করেছেন। কোরিয়ার স্যামিং এক্সপ্রেস কোম্পানী লি: এর প্রিন্সিপাল আনকোজাং এর নেতৃত্বে ৪ সদস্যের
এ দলটি সকাল থেকে দুপুর পর্যন্ত বন্দর জেটি, পশুর চ্যানেল, বন্দরের বিভিন্ন অবকাঠামো ও সুযোগ সুবিধা ঘুরে দেখেন। বন্দরের বিদ্যমান সুযোগ সুবিধা দেখে কোরিয়ান বিনিয়োগকারী আনকোজাং এ বন্দর ব্যবহারে আগ্রহ প্রকাশ করেছেন। এছাড়া কোরিয়ান এ কোম্পানীটি বন্দর ব্যবহারের পাশাপাশি মংলা ইপিজেডে অন্যান্য ফ্যাক্টরীর পাশাপাশি বিশেষ করে চিংড়ি প্রক্রিয়াজাতকরণ ফ্যাক্টরী করার কথাও জানিয়েছেন। মংলা বন্দর দিনকে দিন গতিশীল ও আধুনিক হয়ে উঠায় বিদেশীরা এ বন্দর ব্যবহারে এগিয়ে আসছেন।
বন্দর কর্তৃপক্ষ এ বন্দর ব্যবহারের জন্য বিভিন্ন বিদেশী কোম্পানীকে এ বন্দর পরিদর্শনে ও ব্যবহারের জন্য আমন্ত্রন জানিয়ে যাচ্ছেন। মংলা বন্দর ব্যবহারে উৎসাহিত হয়ে চীনের কয়েকটি কোম্পানী ইপিজেডসহ বন্দরের শিল্প এলাকায় বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তুলছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *