লোহাগড়ায় অগ্নিকান্ডে ঘর পুড়ে ছাই
কাজী আশরাফ,লোহাগড়া(নড়াইল) : নড়াইলের লোহাগড়ায় প্রতিপক্ষের দেওয়া আগুনে ঘর পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার(০১ জুলাই) গভীর রাতে উপজেলার ইতনা পশ্চিমপাড়া গ্রামের সত্তোরউর্দ্ধ বৃদ্ধা জোহরা বেগমের বাড়ির রান্না ঘরে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
এ ঘটনায় ক্ষতিগ্রস্থ জোহরা বেগম অভিযোগ করে বলেন, একই গ্রামের প্রতিবেশী নজির শেখের মেয়ে নাছিমা বেগমের সাথে দীর্ঘদিন যাবত জমাজমি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে শুক্রবার রাত্র অনুমান ১২টার দিকে প্রতিপক্ষের নির্দেশে ৭/৮ জন সন্ত্রাসী প্রথমে আমাদের বাড়ির চারদিকে বাঁশের বেড়া ভেঙ্গে ফেলে । পরে রান্নাঘরে আগুন দেয়। বিষয়টি বুঝতে পেরে আমি এবং আমার নাতিন আসানুর শেখ (১৫) প্রতিবেশিদের সহযোগীতায় আগুন নেভানোর চেষ্টা করলে ছুটিতে বাড়িতে থাকা মফিজুর পুলিশ বাধা দেয় এবং হুমকি দিয়ে বলে, যারা আগুন নেভাতে আসবে তাদেরকে পুলিশ দিয়ে নাশকতা মামলায় গ্রেফতার করা হবে।
জোহরা বেগম আরও বলেন, ঘটনার সময় লোহাগড়া থানা পুলিশকে খবর দেওয়া হলেও পুলিশের পক্ষথেকে কোন সাহায্য পাই নাই। যদি সময় মত পুলিশ বিষয়টি আমলে নিত তাহালে সন্ত্রাসীরা আমার ঘরে আগুন দিতে পারত না।