তেরখাদায় ঈদের বাজার জমজমাট

DSC07445
তেরখাদা প্রতিনিধি : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তেরখাদার হাট বাজার হয়েছে। আগামী ঈদের দিনে পছন্দনীয় নানা রং বেরংঙ্গের ডিজাইনের নিত্য নতুন পোশাক, জুতা সেন্ডেল, কসমেটিক্স এর দিকে চোখ রেখেছে ক্রেতারা ক্রেতারা তেরখাদার কাটেংগা বাজার, এস, এম মোস্তফা রশিদী সুজা মার্কেট, শেরে বাংলা মার্কেট, সৌদি মার্কেট, গার্মেন্টেসের দোকান গুলিতে উপচেপড়া ভীড় জমেছে। ক্রেতা তাদের পছন্দের পোশাক পাওয়ার আশায় এ দোকান থেকে ওদোকানে দৌড়ঝাপ করছে। বিভিন্ন শাড়ীর দোকানে মহিলাদের উপচেপড়া ভীড়ে পুরুষের কোন পাত্তাই নেই। ক্রেতাদের অতিরিক্ত চাপের মুখে দোকান মালিকেরা ২/১টি পোকাশ দেখিয়ে বিদায় দিতে চাচ্ছে, ক্রেতারাও বাধ্য হয়ে পছন্দ অপছন্দের দিকে না তাকিয়ে মালামাল কিনে নিয়ে যাছে। মেয়েদের সব আকর্ষনীয় পোশাক দেশি ল্যাহেঙ্গা ৫০০ থেকে ৪০০০ টাকা মূল্যের চাহিদা থাকলে ক্রেতারা প্রয়োজনীয় পোশাক পাচ্ছে না। জুয়েল গার্মেন্টস, মায়ের হাসি গার্মেন্টস, ফাহমিদা গার্মেন্টস, আল্লাহর দান গার্মেন্টস এর মালিকগণ সুত্রে জানা যায় বর্তমান ক্রেতাদের চাহিদা ল্যাহেঙ্গা, শিংঙ্গড়া, রুপসী, লং পায়জামা, সেমি পায়জামা নানা কারু কার্জের পানজামীর চাহিদা রয়েছে। পোশাকের সাথে তাল মিলিয়ে জুতা, স্যান্ডেল, হাইহিল, স্লিপার স্যান্ডের বাজার ও জমজমাট হয়ে উঠেছে। সর্ব নি¤œ ২ শ টাকা থেকে ১২শ টাকা পর্যন্ত জুতা স্যান্ডেল ক্রেতারা ক্রয় করছে। ডিজাইনের সঙ্গে মিল রেকে মহিলা ছুটছে কসমেটিক্সের দোকান গুলিতে সেখান বিভিন্ন রকম সেন্ট, মেহেদী, নেলপলিশ, লিপিষ্টিক, পাউডার, সাবান এমিটেশ গলার চেইন, চুরি, কানের দুল কিনে ঘরে ফিরছে ক্রেতারা। সারাদিনের বর্ষা ও রোদে পুড়ে তাদের মনে এতটুকু ক্লান্তি নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *