দেশের উপকূলীয় অঞ্চলের শিক্ষা বিস্তারে অবদান রাখছে বাংলাদেশ কোষ্টগার্ড
মনির হোসেন, মংলা (বাগেরহাট) : প্রতিষ্ঠার পর থেকেই দেশের উপকূলীয় এলাকার জনসাধারনের সার্বিক নিরাপত্তা, আর্থ সামাজিক অবস্থার উন্নয়ন এবং শিক্ষা বিস্তারে বিশেষ অবদান রাখছে বাংলাদেশ কোষ্টগার্ড। উপকূলীয় অঞ্চলে আর্ত মানবতার সেবায় সব সময় মানুষের পাশে ছিল এ প্রতিষ্ঠান। তারই ধারাবাহিকতায় গত ২৫ জুন ২০১৬ ইং তারিখে সি জি বেইজ মংলায় উপকূলীয় অঞ্চলের দুই জেলা খুলনা ও বাগেরহাটের ৭টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণের কাছে শিক্ষা সামগ্রী বিতরন করেন বাংলাদেশ কোষ্টগার্ডের মহাপরিচালক রিয়ার এডমিরাল আওরঙ্গজেব চৌধুরী, বি এন। শিক্ষা সামগ্রী বিতরনের সময় উপস্থিত ছিলেন কোষ্টগার্ড পশ্চিম জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন মেহেদী মাসুদ। বিতরনকৃত শিক্ষা সামগ্রীর মধ্যে ছিল ৪০ সেট বেঞ্চ, ২টি টেবিল, ২টি চেয়ার, ৭টি সিলিং ফ্যান, ৩টি ঘড়ি, ৫টি ফুটবল, ৫টি ক্যারাম বোর্ড, ১১টি বুক সেলফ, ১টি ব্যাটারী ফ্যান, নির্মান সামগ্রী (টিন) ৫ বান। প্রধান অতিথির বক্তব্যে কোষ্টগার্ড মহাপরিচালক বলেন, প্রাকৃতিক দূর্যোগ, বন্যা, জলোচ্ছাস, রোয়ানু ক্ষতিগ্রস্থ অঞ্চলের একমাত্র সহায়ক সম্বল হিসাবে কাজ করে থাকে বাংলাদেশ কোষ্টগার্ড। দেশের অভ্যন্তরে চোরাচালান প্রতিরোধে এ বাহিনীর প্রতিটি সদস্য অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে। এ সময় কোষ্টগার্ডের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এরপর সন্ধ্যা সাড়ে ৬টায় কোষ্টগার্ড পশ্চিম জোনের আয়োজনে ইফতার মাহ্ফিলে বিশেষ মোনাজাতে অংশ নেন কোষ্টগার্ডের মহাপরিচালক রিয়ার এডমিরাল আওরঙ্গজেব চৌধুরী, বি এন, র্যাব-৬ খুলনার পরিচালক মোঃ রফিকুল ইসলাম, নৌবাহিনী, কোষ্টগার্ড ও বিজিবির উর্ধ্বতন কর্মকর্তাগণ। কোষ্টগার্ড পশ্চিম জোনের আওতাধীন বিভিন্ন জাহাজ ও স্থাপনার অফিসার নাবিকগণ এবং মংলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।