চাঁদপুর ফয়সাল শপিং কমপ্লেক্র ৬০ঘন্টা বিদ্যুৎ নেই ॥ ব্যবসাহীদের মাথায় হাত

1 pik
মোঃ জাবেদ হোসেন : চাঁদপুর শহর বাস স্টেশনের ফয়সাল শপিং কমপ্লেক্র ৬০ঘন্টা বিদ্যুৎ। এতে ব্যবসাহীরা কয়েক লক্ষ টাকা ক্ষতির সম্মুখে । সরোজমিনে গিয়ে জানাযায় যে, গত ২৬ জুন রোববার সকাল ১১ টা থেকে বিদ্যু সরবরাহো বন্দর কারণ বিদুৎতের টান্সফরমার অতিরিক্ত লোডের কারণে বাষ্ঠ হয়ে গেছে । ঈদুল আযহা কে সামনে রেখে দোকান মালিকরা ভালই বেচা বিক্রিতে ব্যস্থ ছিলো। হৎঠাত করে ফয়সাল শপিং কমপ্লেক্র বিদুৎতের টান্সফরমার নষ্ট হয়ে যায়। তার পর থেকেই গত ৩ দিনে আনুমানিক কয়েক লক্ষ টাকা ক্ষতি ঘস্থ হয়েছে বলে জানিয়েছেন দোকান মালিকরা । ফয়সাল শপিং কমপ্লেক্র ম্যানাজার কে সাথে সাথে অবহিত করলে তিনি কোন ব্যবস্থা নেনি । মনে হচ্ছে ফয়সাল শপিং কমপ্লেক্র বিদ্যুৎ থাকায় ভুতের বাড়ি। যদিও কিছু কিছু ক্রেতারা মারকেটে প্রবেশ করলেও প্রচন্ড গরমের কারণে বের হয়ে যায়। এব্যাপারে ফয়সাল শপিং কমপ্লেক্র ব্যাবসাহী কমিটির সভাপ্রতি মোসারফ ভুইয়া , সাধারণ সম্পাদক মামুন জানান আমরা বিদ্যুৎ থাকায় অনেক সমস্যা পড়েছি আমরা ফয়সাল শপিং কমপ্লেক্র মালিক আউয়াল পাটওয়ারী কে জানিয়েছি তিনি দূত্য সমস্যা সমাধন করবেন । এব্যাপারে ফয়সাল শপিং কমপ্লেক্র ঢালি বস্থ্রলয় মালিক মজিবুর রহমান , ওমর ফারুক বাদশা সহ আরো অনেক দোকান মালিক জানান যে, বিদুৎ নাথাকার কারণে আমরা অনেক ক্ষতি ঘস্থ হয়েছি । যেদিন থেকে বিদ্যুৎ নই আমরা ফয়সাল শপিং কমপ্লেক্র ম্যানাজার ও মারকেট কমিটির সভাপতি ও সাঃ সম্পাদক জানিয়েছি তারা এখনো সমস্যার সমাধানে চেষ্টা করছে। যদি বিদ্যু দুত্য সমস্যা সমাধান না হয় ১-২ কোটি টাকা ক্ষতি হতে পারে । ফয়সাল শপিং কমপ্লেক্র ম্যানাজার কাদিও পাটোয়ারী সাথে আলাপ কালে তিনি জানান যে, বিদ্যুৎতের যে সমস্যা হয়েছে তা আমাদের মালিক আউয়াল পাটোয়ারী কে জানিয়েছি । তিনি আগামী কাল বিদুৎতের নতুন টান্সফরমার বসানোর ব্যবস্থা করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *