বাগেরহাট আদালতে প্রশাসনিক কর্মকর্তা জাকারিয়া সাহেবের বিরুদ্ধে চলছে ষড়যন্ত্র

122-380x445
বিশেষ প্রতিনিধি : বাগেরহাট জেলা সদরে অবস্থিত আদালতের প্রশাসনিক কর্মকর্তা মিঃ জাকারিয়া সাহেবের হাতে আদালতে নিযুক্ত উকিল তার মোহরার এর দ্বারা প্রশাসনিক কর্মকর্তার হাতে পৌছায় একটি খাম। খামটির ভিতরে নিশ্চয়ই কোন চিঠি আছে মনে করে তাৎক্ষনিক প্রশাসনিক কর্মকর্তা জাকারিয়া সাহেব তার টেবিলে রাখেন। বেশ কিছুক্ষণ পর নাটকিয় পর্যায়ে কথিত উকিল সাহেব তার বারের সদস্য সহ এবং মোহরার কে সঙ্গে নিয়ে খামটি ফেরত নিতে আসে এবং প্রশাসনিক কর্মকর্তাকে বলে মোহরার যে খামটি আপনাকে দিয়েছে ঐ খামটি ফেরত দেন। তখনি প্রশাসনিক কর্মকর্তা খামটি পুনঃরায় উকিল সহ মোহরীর হাতে ফেরৎ দেন। খামটি উকিল সাহেব তাৎক্ষনিক খুলে দেখেন তার ভিতর ৩৬০ টাকা আছে। অর্থাৎ ৩৬০ টাকার একটি উৎকোচ নাটক সাজাতে চাচ্ছে আদালতের নিযুক্ত উকিল মোহরীরা। প্রকাশ থাকে যে, আদালতে নিযুক্ত কোন উকিল মোহরী আদালতের কর্মকর্তা কর্মচারীদের সাথে কোন আকারে প্রকারে গোপনে সদরে যদি লেন দেন বা বেলাকমেলিং করে তাহাতেও উকিল মোহরীরা দায়ী হবে কিনা এখন জনগণের প্রশ্ন। তাছাড়া প্রশাসনিক কর্মকর্তা মিঃ জাকারিয়া সাহেবের মনে যদি কোন দোষ বা লোভ বিরাজ করত তাহলে হয়তো বা নিশ্চয়ই ঐ খামটি আড়ালে অথবা অন্যত্র সরাতে পারতো। যেহেতু প্রশাসনিক কর্মকর্তা মিঃ জাকারিয়া সাহেব ৩৬০ টাকার খামটি কোন প্রকারে স্থানন্তরিত করে নাই, তাহাতে প্রমান হয় যে, খামটির মধ্যে টাকা আছে তাহাও প্রশাসনিক কর্মকর্তার মনে করারমত বিষয় ছিল না। বুদ্ধিজীবি সহ সচেতন মহলের ভাষ্য প্রশাসনিক কর্মকর্তা মিঃ জাকারিয়া সাহেব আদালতে নিযুক্ত উকিল মোহরারদের ষড়যন্ত্র ও নাটকের জন্য একবিন্দুও দায়ী নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *