বটিয়াঘাটায় ডাকাত জামাই মনির ফের আটক
বটিয়াঘাটা প্রতিনিধি : উপজেলার কিসমত ফুলতলা গ্রাম থেকে নিয়মিত একাধিক ডাকাতি মামলার আসামী জামাই মনির ফের আটক হয়েছে। সে ইউনুস আলী মোল্যার জামাই। কুখ্যাত ডাকাত একাধিক অস্ত্র মামলার আসামী জোনাবআলী মোল্যার ভাইজি জামাই। সিলেট এলাকায় ডাকাতির অভিযোগে গত এক বছর আগে আটক হয়ে মনির জেল হাজতে ছিল। জামিনে মুক্তি পেয়ে ৪/৫ দিন আগে এলাকায় ফিরে আবারও সংঘবদ্ধ হবার চেষ্টা করে। তার বিরুদ্ধে খালিশপুর থানায় ডাকাতি মামলার গ্রেফতারী পরোয়ানা থাকায় পুলিশ তাকে ফের আটক করে জেল হাজতে পাঠিয়েছে। পুলিশ জানায়, এছাড়াও তার বিরুদ্ধে ডাকাতি, মাদক ব্যবসাসহ বহু অভিযোগ রয়েছে। মনির তার শ্বশুর ইউনুস আলী মোল্যার বাড়িতে থেকেই বিভিন্ন স্থানে ডাকাতি করে বেড়ায়। তার চাচা শ্বশুর জোনাবআলী কিসমত ফুলতলা গ্রামে তার ভাইয়ের বাড়িতে থাকা কালে ১টিবন্দুক ২টি পাইপগান সহ র্যাবের হাতে আটক হয়। ইউনুস আলী দক্ষিণ এলাকা থেকে এসে কিসমত ফুলতলা গ্রামে রাস্তার পাশে সরকারী জায়গায় বসবাস করে। জামাই মনির সামাজিক বনায়ন নষ্ট করে তার ভিতর ঘর তৈরীর মাধমে জোর পূর্বক বসবাস করছে। সে কিসমত ফুলতলা এলাকায় গড়ে তুলেছে মাদক ব্যবসার সিন্ডিকেট। তাকে সহায়তা করছে দালাল নামে খ্যাত স্থানীয় ২ যুবক। বিষয়টি একাধিক গোয়েন্দা সূত্র থেকে নিশ্চিত করা হয়েছে। তারা বলেন, মাদক ব্যবসার সাথে জড়িত এ দুই গডফাদারকে দ্রুত আটকের চেষ্টা চলছে। এ দালাল কখনও পুলিশের নাম ভাঙ্গিয়ে আবার কখনও ইউএনও’র নামে দাপটে চলে বলে সূত্রটি জানায়।