আশুলিয়া ২১শে রমজানের আগে বেতন-ভাতার দাবিতে মানববন্ধন
জাহিদ মামুন : আশুলিয়ায় ২১শে রমজানের আগে বেতন-ভাতার দাবিতে মানববন্ধন করেছে শ্রমিক নেতারা। শুক্রবার সকাল ১০টায় আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কের শ্রীপুর বাস স্ট্যান্ডে বাংলাদেশ গামেন্টস এন্ড শিল্প শ্রমিক ফেডারেশনের উদ্যোগে শ্রমিক ছাঁটাই, নির্যাতন, মামলা-হামলা বন্ধসহ আগামী ২১শে রমজানের আগে বেতন-ভাতার দাবিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ গামেন্টস এন্ড শিল্প শ্রমিক ফেডারেশন (ঢাকা উত্তর) এর সভাপতি মিজানুর রহমান মিজান, ধামসোনা ইউনিয়নের সভাপতি অরবিন্দ বেপারী বিন্দু ও স্বাধীন বাংলা গামেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশন এর আশুলিয়া শাখার সাধারণ সম্পাদক, সাংবাদিক শাকিল আহম্ম্দে সহ প্রমুখ শ্রমিক নেতাকর্মী। এসময় শ্রমিকনেতারা বলেন কথায় কথায় শ্রমিক ছাঁটাই, মামলা-হামলা ও ঈদের আগে ছোট ছোট গাম্র্ন্টেস এর মালিকরা পালায়ণ করে, শ্রমিকদের বেতন-ভাতা না দিয়ে কারখানা বন্ধ করে দেয়। তাই আগামী ২১শে রমজানের আগে বেতন-ভাতা পরিশোধের জন্য মালিক ও সরকারের প্রতি জোর দাবী জানান।