ভোলাহাটে আমবাগান পাহাড়াদারকে পিটিয়ে হত্যার চেষ্টা

Photo
ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে এক আমবাগান পাহাড়াদারকে রাতের অন্ধকারে পিটিয়ে হত্যার চেষ্টা। আশংকাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি। জানা গেছে, উপজেলার সদর ইউনিয়নের চরধরমপুর গ্রামের মৃত ফরিজুদ্দিনের ছেলে মোখলেস (৩৫) তার বাড়ীর দক্ষিণে জনৈক তাজাম্মুলের আমবাগান পাহাড়াদারের দায়িত্ব পালন করছিলেন। এ অবস্থায় সোমবার রাত সাড়ে ১০টার দিকে মোখলেস তার বাড়ীতে রাতের খাবার সেরে পুনরায় আমবাগানে গেলে তার পাহাড়া দেয়া ঘরের ভিতরে ৬জন মাদকাসক্ত ব্যক্তি মাদক সেবনে লিপ্ত থাকলে এ পাহাড়াদার তাদের তার ঘর থেকে বেরিয়ে যেতে বললে তার উপরে মাদকাসক্ত ব্যক্তিরা ক্ষীপ্ত উঠে। এক পর্যায়ে উভয়ের মধ্যে হাতাহাতি শুরু হয়। পরবর্তীতে আম গাছে ঠেকা দেয়া বাঁশ ব্যবহার করে পাহাড়াদারকে হত্যার উদ্দ্যেশ্যে মাথা, দু’হাত, দু’পা ও শরীরের বিভিন্ন অংশে বেধড়ক পিটাতে থাকে। এক পর্যায়ে পাহাড়াদারের অবস্থা বেগতিক হলে তাকে ফেলে মাদকাসক্ত ব্যক্তিরা পালিয়ে যায়। পরে খবর পেয়ে গুরুতর অবস্থায় পাহাড়াদারকে তাঁর আত্মীয়-স্বজনেরা ভোলাহাট স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে আহত পাহাড়াদার মোখলেস জানান। এ ঘটনায় ভোলাহাট স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ডা: সৌমেন সরকার জানান, আহত মোখলেসের ডান হাতের কব্জি ও আঙ্গুল ভেঙ্গে যাবার আশংকা প্রকাশ করেন এবং মুখে ও সারা শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *