বেনাপোলে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে লাঠি ও বাশি বিতরন

DSCN4811
বেনাপোল(যশোর) : যশোরের ভারত সীমান্তবর্তী এলাকা শার্শা উপজেলার বেনাপোলসহ ১১টি ইউনিয়নে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে বিভিন্ন পেশাজবী মানুষের মাঝে লাঠি ও বাশি বিতরনের মধ্য দিয়ে ভিলেজ ডিফেন্স পার্টি গঠন করা হয়েছে।

মঙ্গলবার(২১জুন) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত শার্শা উপজেলা মাঠ ও বেনাপোল পোর্টথানার সামনে এ অনুষ্ঠানের আয়াজন করা হয়।

শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুস সালামের সভাপতিত্বে ভিলেজ ডিফেন্স পার্টির উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. হুমায়ুন কবির ও পুলিশ সুপার আনিসুর রহমান। গ্রাম পুলিশ ও ধর্মীয় সম্প্রদায়ের প্রতিনিধি সহ বিভিন্ন্ শ্রেণী পেশার মানুষকে নিয়ে গঠন করা হয় ডিফেন্স পার্টি।।

জানা যায়, ডিফেন্স পার্টির সদস্যরা লাঠি দিয়ে সারারাত সীমান্তবর্তী গ্রামগুলো পাহাড়া দেবেন। কোন জংগী বা সন্ত্রাসী ত?পরতা দেখা দিলে সংগে সংগে বাশি বাজিয়ে গ্রাম বাসিদের সজাগ করবেন। সাথে সাথে নিকটবর্তী থানা পুলিশকে অবহিত করবেন দ্রুত ব্যবস্থা গ্রহনের জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *