অর্ধাঙ্গিনীর কথা

menu_2651214882305664707.jpg_480_480_0_64000_0_1_0
মোফাখখার সাগর :

১.ভালবাসা,
আমার মত কে তোমাকে
বাসবে এত ভালো,
কে ছড়াবে মনের ভেতর
আশার নতুন আলো।
সুখে দুঃখে থাকবে সাথে
সকাল সন্ধ্যা দিনে রাতে,
কে বোঝাবে আসবে সুদিন
রাত যত হোক কালো।
আমার মত কে তোমাকে
বাসবে এত ভালো,

২.বিনোদন,
আমার মত কে তোমাকে
শোনাবে যে গান,
রাগ ভৈরবী, আশাবরী,
ঠুমরী রাগের তান।
গানের সুরে গেঁথে মালা
ভুলতে মনের সকল জ্বালা,
কে মোছাবে মনে জমা
সকল অভিমান।
আমার মত কে তোমাকে
শোনাবে যে গান।

৩.সেবাযতœ,
আমার মত কে তোমার ঐ
কাটবে বিলি চুলে,
গামছা, পানি এনে দেবে
জামা, জুতো খুলে ।
মচ্কে গেলে পায়ের পাতা
করলে ব্যাথা হাত পা মাথা,
নরম হাতে টিপে দেবে
কাজকে শিকে’য় তুলে।
আমার মত কে তোমার ঐ
কাটবে বিলি চুলে।

৪.খাবার পরিবেশন,
আমার মত কে তোমাকে
দেবে রান্না করে,
মিষ্টি পানের খিলি দেবে
নিজের হাতে ধরে।
মজার খাবার রান্না করে
সাজিয়ে তা টেবিল পরে,
তৈরি করা সকল খাবার
খাওয়াবে পেট ভরে।
আমার মত কে তোমাকে
দেবে রান্না করে।

৫.গ্রীষ্মের গরমে
আমার মত কে তোমার ঐ
বাতাস দেবে গায়ে।
গ্রীষ্ম কালের গরম দিনে
বসে গাছের ছায়ে।
পড়নের এই আঁচলটাতে
পানির ছিটে দিয়ে তাতে
নিজের হাতে যতœ করে
বুলাবে হাত পায়ে।
আমার মত কে তোমার ঐ
বাতাস দেবে গায়ে।

৬.শীতের পিঠে,
আমার মত কে তোমাকে
খাওয়াবে শীত পিঠা,
পাটি সাপটা গরম ভাঁপা
অধিক গুরে মিঠা।
শত রকম পিঠার ঝুলি
বিবিখানা,নকশী,পুলি,
চিতই পিঠা করবে স্বরস
ভিজিয়ে মিল্কভিটা,
আমার মত কে তোমাকে
খাওয়াবে শীত পিঠা।

৭. সুখ,
আমার মত কে তোমাকে
রাখবে এত সুখে,
তোমার দেয়া দুঃখগুলো
নেবে হাসি মুখে।
নিজের সুখ বিলিয়ে দিয়ে
থাকবে খুশি তোমায় নিয়ে,
সংসারের সব ঝুট ঝামেলা
একাই যাবে রুখে?
আমার মত কে তোমাকে
রাখবে এত সুখে।

০৮.আদর,
আমার মত কে তোমাকে
করবে এত আদর,
দুষ্টুমিতে হওনা যতই
লক্ষী ছাড়া বাঁদর।
গ্রীষ্ম, শরৎ, বর্ষা, শীতে
নিজকে উজার করে দিতে,
নিজকে দেখে লজ্জা পেয়ে
টেনে গায়ের চাদর।
আমার মত কে তোমাকে
করবে এত আদর।

০৯. পথ চাওয়া,
আমার মত থাকবে কে সে?
পথের পানে চেয়ে,
সংসারের সব কাজের শেষে
নির্ঘুমে, না খেয়ে।
যতক্ষন না ফিরবে ঘরে
মনযে উথাল পাথাল করে,
তোমার তরে পানি ঝরে
কার দুটি চোখ বেয়ে?
আমার মত থাকবে কে সে?
পথের পানে চেয়ে।

১০.স্মরন,

আমার মত কে তোমাকে
করবে এত স্বরন,
কবুল করে করলে যেদিন
বধুবেশে বরন।
ভুল হয়ে যায় কর্মে-কাজে
তোমায় ভেবে মরি লাজে,
তোমায় ভাবা বন্ধ হবে
যেদিন হবে মরন।
আমার মত কে তোমাকে
করবে এত স্বরন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *